নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে? নিয়ত বায়ু প্রবাহ কয় প্রকার?

যে বায়ু পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বছরের সকল সময় একই দিকে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু প্রবাহ বলে।

নিয়ত বায়ু প্রবাহ তিন প্রকার। যথা–

১। অয়ন বায়ু,

২। পশ্চিমা বায়ু,

৩। মেরু বায়ু।

১। অয়ন বায়ু : বিষুবীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় নিরক্ষীয় নিম্নচাপ বলয় হতে উষ্ণ ও হালকা বায়ু ওপরে উঠে যায়। তখন কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফেলেরেল সূত্র অনুসারে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। প্রাচীনকালে বাণিজ্য জাহাজগুলো এ বায়ুর দিক অনুসরণ করে চলত বলে এদেরকে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে। উত্তর গোলার্ধে এটা উত্তর-পূর্ব অয়ন বায়ু দক্ষিণ গোলার্ধে এটা দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত।

২। পশ্চিমা বায়ু : কর্কটীয় ও মরকীয় উচ্চ চাপবলয় থেকে অয়ন বায়ু ব্যতীত আরো দুটো বায়ুপ্রবাহ সুমেরু ও কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে এটা দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এদেরকে পশ্চিমা বায়ু বলে।