দুটি ভিন্ন বিশুদ্ধ ধাতু বা সংকর ধাতুর তৈরি তারের দুই প্রান্তে যুক্ত করে একটি বদ্ধ বর্তনী তৈরি করে সংযোগস্থল দুটির একটিকে নিম্ন স্থির তাপমাত্রায় এবং অপরটি অজানা তাপমাত্রার বস্তুতে রাখলে বর্তনীতে ক্ষীণ তড়িচ্চালক বলের সৃষ্টি হয় এবং বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে। এরূপ একজোড়া সংযোগকে থার্মোকাপল বা তাপযুগল বলে।
সুবিধাসমূহ
(১) এটি সস্তা এবং অতি সহজেই গঠন করা যায়; ফলে এর বহুল ব্যবহার রয়েছে।
(২) নিম্ন তাপমাত্রা হতে উচ্চ তাপমাত্রা পর্যন্ত মাপার জন্য বিভিন্ন ধরনের তাপযুগল পাওয়া যায়।
(৩) এর সাহায্যে কোন ক্ষুদ্র বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায়।
(৪) উষ্ণ সংযােগস্থলের তাপগ্রাহীতা কম হওয়ায় এর সাহায্যে দ্রুত পরির্তনশীল তাপমাত্রা পরিমাপ করা যায়।
অসুবিধাসমূহ
(১) দীর্ঘ তাপমাত্রা পরিসরে কোন তাত্ত্বিক সম্পর্ক না থাকায় তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে প্রতিটি তাপযুগলের ক্রমাঙ্কন দরকার হয়।
(২) শীতল সংযােগস্থল 0°C তাপমাত্রায় না থাকলে সংশােধনের প্রয়ােজন হয়।
(৩) নিরপেক্ষ তাপমাত্রা পরিমাপ সীমাকে বিঘ্নিত করে।