ত্রৈধবিন্দু ও পানির ত্রৈধবিন্দু কাকে বলে?

ত্রৈধবিন্দু কাকে বলে?

একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে তাকে ঐ পদার্থের ত্রৈধবিন্দু বলে। যেহেতু কেবলমাত্র একটি নির্দিষ্ট চাপে ও একটি নির্দিষ্ট তাপমাত্রায় পদার্থ কঠিন, তরল ও বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকতে পারে সে কারণে তাপমাত্রার স্কেল নির্ধারণের জন্য ত্রৈধবিন্দু (triple point) বিশেষ উপযোগী। 1954 সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থার অধিবেশনে তাই তাপমাত্রা পরিমাপের জন্য পানির ত্রৈধবিন্দুকে একটি মাত্র স্থির বিন্দু হিসেবে নির্বাচন করা হয়।

 

পানির ত্রৈধবিন্দু কাকে বলে?

যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিনটি অবস্থাতেই অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্প রূপে সহঅবস্থান করে তাকে ত্রৈধবিন্দু বলে।

পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে, Ttr = 273.16K, এখানে K অর্থাৎ কেলভিন হচ্ছে এস আই পদ্ধতিতে তাপমাত্রার একক।

অর্থাৎ পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 কে এক কেলভিন বা 1K বলা হয়।

 

Tags :

  • ত্রৈধ বিন্দু কি
  • পানির ত্রৈধ বিন্দু কি
  • পানির ত্রৈধ বিন্দুর চাপ কত atm
  • পানির ত্রৈধবিন্দু কাকে বলে?
  • পানির ত্রৈধ বিন্দু সেলসিয়াস
  • বরফ বিন্দুর তাপমাত্রা কত
  • অক্সিজেনের ত্রৈধ বিন্দু তাপমাত্রা কত
  • ফারেনহাইট স্কেলে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত
  • এক কেলভিন কাকে বলে
  • দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কিসের উপর নির্ভর করে