তড়িৎ বল ও তড়িৎ বলরেখা কাকে বলে?

তড়িৎ বল কাকে বলে? তড়িৎ বলের উদাহরণ

দুটি সমধর্মী বা বিপরীতধর্মী আধানের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে তড়িৎ বল বা স্থির তড়িৎ বল বলে। যেমন, একটি ধনাত্মক আধানে আহিত প্লাস্টিক দণ্ডকে নাইলনের সুতা দিয়ে ঝুলিয়ে দিয়ে একটি ঋণাত্মক আধানে আহিত পলিথিনের দণ্ডকে এর নিকটে আনা হলে প্লাস্টিকের দণ্ডটি পলিথিনের দণ্ডের দিকে ঘুরে যাবে। এ থেকে বুঝা যায়, আধান থাকার কারণে দুটি বস্তু পরস্পরের উপর বল প্রয়োগ করে যা তড়িৎ বল নামে পরিচিত।

 

তড়িৎ বলরেখা কাকে বলে? তড়িৎ বলরেখার ধর্ম কি কি?

তড়িৎক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মাইকেল ফ্যারাডে তড়িৎ বলরেখার অবতারণা করেন।

কোনো তড়িৎক্ষেত্রে একটি ধনাত্মক আধান স্থাপন করলে এটি একটি বল লাভ করবে। যদি আধানটি মুক্ত হয় তবে সেটি এই বল লাভের ফলে স্থির না থেকে একটি নির্দিষ্ট পথে চলবে। ধনাত্মক আধানটির এই চলার পথই বলরেখা। বলরেখার বাস্তব কোনো অস্তিত্ব নেই। এই রেখাগুলো কাল্পনিক। বলরেখা থেকে তড়িৎক্ষেত্রের প্রাবল্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। তড়িৎক্ষেত্রের বলরেখাগুলো এমন হয় যে তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ঐ বিন্দুতে একটি ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল লব্ধি বলের দিক অর্থাৎ প্রাবল্যের দিকে নির্দেশ করে। তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখাগুলোর সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফল পরিমিত স্থানের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা ঐ বিন্দুর প্রাবল্যের মানের সমানুপাতিক।

 

তড়িৎ বলরেখা কাকে বলে?

তড়িৎক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে।

বলরেখাগুলো কাল্পনিক এবং তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতার পরিমাপ ও দিক ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা হয়।

 

তড়িৎ বলরেখার ধর্ম কি কি?

তড়িৎ বলরেখার নিম্নলিখিত ধর্মগুলো দেখা যায়–

  • তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা।
  • তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে বের হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়। পরিবাহীর অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না।
  • বলরেখা ধনাত্মকভাবে চার্জিত পরিবাহীর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হয় এবং ঋণাত্মকভাবে চার্জিত পরিবাহীর পৃষ্ঠের সাথে লম্বভাবে প্রবেশ করে।
  • বলরেখারগুলো পরস্পরের উপর আড়াআড়িভাবে প্বার্শ চাপ প্রয়োগ করে এবং কখনো পরস্পরকে ছেদ করে না।
  • বলরেখারগুলো স্থিতিস্থাপক সুতার ন্যায় দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়।

 

Tags :

  • তড়িৎ চৌম্বক বল কাকে বলে
  • চৌম্বক বল কাকে বলে
  • তড়িৎ তীব্রতা কাকে বলে
  • তড়িৎ বল কি সংরক্ষণশীল বল
  • স্থির তড়িৎ কাকে বলে
  • তড়িৎ বল কি সংরক্ষণশীল বল
  • তড়িৎ প্রাবল্য কাকে বলে
  • তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ তীব্রতা একই নয় কেন