তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ব্যবহার করে যে চুম্বক তৈরি করা হয় তাকে তড়িৎ চুম্বক বলে। অন্তরিত পরিবাহী তারের স্প্রিং এর ভিতরে কাঁচা লোহা বা ইস্পাতের দণ্ড প্রবেশ করিয়ে তড়িৎ চুম্বক তৈরি করা হয়। তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করলে দণ্ডটি অস্থায়ী চুম্বকত্ব লাভ করে৷ এই অস্থায়ী চুম্বকই তড়িৎ চুম্বক।
তড়িৎ চুম্বকের ব্যবহার
তড়িৎ চুম্বকের ব্যবহার নিচে দেয়া হলো:
- স্পিকার, মাইক্রোফোন ইত্যাদিতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।
- লোহা ও ইস্পাতের ভারি জিনিস উঠানামা করার কাজে যে ক্রেন ব্যবহার করা হয় তাতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।
- চোখের ভিতর লোহা বা ইস্পাতের ছোট কণা ঢুকলে তা বের করার কাজে ব্যবহার করা হয়।
তড়িৎ চুম্বক ব্যবহারের সুবিধা
শক্তিশালী স্থায়ী চুম্বক তৈরি করার খরচ বেশি। প্রকৃতিতেও শক্তিশালী স্থায়ী চুম্বক পাওয়া যায় না। কিন্তু অল্প খরচে শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করা যায়। তড়িৎ চুম্বকের চৌম্বক প্রাবল্যের মান সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
আরো পড়ুনঃ-
১। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কাকে বলে?
২। ম্যাক্সওয়েলের তাড়িতচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো।
৩। ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র (Faraday’s Law of Electromagnetic Induction)
৪। স্থায়ী চুম্বক কাকে বলে? স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য কি?
৬। চুম্বক কি? চুম্বকের ধর্ম, শ্রেণিবিভাগ এবং প্রয়োগ। (Magnet in Bengali)
৭। প্যারা-ম্যাগনেটিক, ডায়া-ম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে?
৮। কৃত্রিম চুম্বক (Artificial magnet) কাকে বলে? প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য কি?
৯। চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য কি?
১০। চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি কি?
১১। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে?
১২। তড়িৎ ধারক কি? What is Electric Capacitor in Bengali?
১৩। p টাইপ অর্ধ-পরিবাহী তড়িৎ নিরপেক্ষ কি না- ব্যাখ্যা কর।
১৪। তড়িৎ ক্ষেত্রের বিভব বলতে কী বোঝায়?
১৫। জুলের তাপীয় ক্রিয়া কাকে বলে?