ডোপিং কাকে বলে? ডোপিং কেন করা হয়?

ডোপিং পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয় এই ডোপিং নিয়ে। তো চলুন জেনে নেই ডোপিং সম্পর্কে।

 

ডোপিং কাকে বলে?

বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে খুব সামান্য পরিমাণে ত্রি বা পঞ্চযোজী মৌলের মিশ্রণের কৌশলকে ডোপিং বলে। ডোপিং এর ফলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা বহুগুণ বৃদ্ধি পায়। ডোপিং এর জন্য দুই ধরনের অপদ্রব্য ব্যবহার করা হয়। যথা-

(ক) পর্যায় সারণির তৃতীয় সারির মৌল, যেমন – বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি।

(খ) পর্যায় সারণির পঞ্চম সারির মৌল, যেমন– ফসফরাস, আর্সেনিক, এন্টিমনি ইত্যাদি।

 

ডোপিং কেন করা হয়?

বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধির জন্য ডোপিং করা হয়।

 

ডোপিং করলে অর্ধপরিবাহীর পরিবাহীতা বৃদ্ধি পায় কেন?

সাধারণ তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহীতে আধান বাহকের সংখ্যা খুবই কম থাকে বলে এর তড়িৎ পরিবাহীতা কম থাকে। ডোপিং করলে অর্ধপরিবাহীতে হোলের সংখ্যা বা মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। এজন্য ডোপিং করলে অর্ধপরিবাহীর পরিবাহীতা বৃদ্ধি পায়।

 

Tags :

  • ডোপিং বলতে কি বুঝ
  • p-টাইপ অর্ধপরিবাহী কাকে বলে
  • অর্ধপরিবাহী ডায়োড কি
  • সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়
  • সেমিকন্ডাক্টর এর বৈশিষ্ট্য
  • ডোপিং কেন ব্যবহার করা হয়?