ডকুমেন্ট ফরমেটিং কি? What is Document formatting in Bengali?

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। আজকের এই পোস্টে আলোচনা করতে যাচ্ছি ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্বপূর্ণ একটি বিষয় ডকুমেন্ট ফরমেটিং সম্পর্কে।

ডকুমেন্টকে বিভিন্ন আঙ্গিকে সাজানোর পদ্ধতিকে ডকুমেন্ট ফরমেটিং (Document formatting) বলে। কাজের উপর ভিত্তি করে ফরমেটিং তিন ধরনের হতে পারে। যথা–

১. অক্ষর ফরমেটিং: একটি ডকুমেন্টের লেখার আকার, আকৃতি, রং, ফন্ট স্টাইল, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ইত্যাদি কেমন হবে তা অক্ষর ফরমেটিং এর মাধ্যমে নিরূপণ হয়।

২. প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ ফরমেটিং: প্যারা সাজানোকে প্যারাগ্রাফ ফরমেটিং বলে। অন্যভাবে বলা যায় প্যারা বিভিন্নভাবে বৈশিষ্ট্যমন্ডিত করাকে প্যারাগ্রাফ ফরমেটিং বলে। প্যারাগ্রাফ ফরমেটিং এর মাধ্যমে যে সকল কাজ করা হয় তা নিচে দেওয়া হলো:

  • লাইন স্পেসিং
  • প্যারাগ্রাফ স্পেসিং
  • ইনডেক্স
  • বিন্যাস (Alignment) ইত্যাদি।

৩. পেজ ফরমেটিং: পেজ ফরমেটিং এর মধ্যে রয়েছে কাগজের আকার, মার্জিন, হেডার বা শীর্ষচরণ, ফুটার বা পাদচরণ, ফুটনোট বা পাদটিকা, পৃষ্ঠা নম্বর সংযোজন ইত্যাদি।

 

Tags :

  • ডকুমেন্ট ফরমেটিং এর ডকুমেন্টকে কী করা হয়
  • ডকুমেন্ট ফরমেট বলতে কি বুঝায়
  • সর্বাধিক প্রচলিত ডকুমেন্ট ফরমেট কোনটি
  • ডকুমেন্ট টাইপ ও ডকুমেন্ট এর মধ্যে পার্থক্য কি
  • ডকুমেন্ট ফরম্যাট এর কাজগুলো লিখ
  • ফরমেটিং কাকে বলে
  • ফরমেট কি