নগদ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা যা একটি অর্থ আদান-প্রদানের পরিষেবা। যে কোনো মোবাইল ফোনে নগদ অ্যাকাউন্ট খুলে একজন গ্রাহক দেশের যে কোনো স্থান থেকে নিজের মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তর সহ বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন। নগদ (Nagad) একাউন্ট দুটি পদ্ধতিতে খোলা যায়। যেমন–
- নগদ এজেন্টের মাধ্যমে (Though Nagad agent)
- নগদ মোবাইল অ্যাপের মাধ্যমে
এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট খোলা খুবই সহজ। এজন্য নিচের দেওয়া প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নগদ এজেন্টের কাছে যান।
- আপনার যে সিমে নগদ খুলবেন সেই সিম সহ মোবাইল।
- আইডি কার্ডের ফটোকপি (অনলাইন কপি হলেও হবে)।
- আপনার ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম
নগদ অ্যাপ থেকে একাউন্ট খোলা অনেক সহজ। আপনি ঘরে বসেই নগদ একাউন্ট খুলতে পারবেন। নগদ একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-১ : প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে “Nagad App” ডাউনলোড করুন।
ধাপ-২ : অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করুন।
ধাপ-৩ : আপনার জাতীয় পরিচয়পত্রের দুই পৃষ্ঠের ছবি আপলোড করুন।
ধাপ-১ : একটি সেল্ফি তুলে একাউন্টে যুক্ত করুন
ধাপ-৫ : Terms and Conditions পড়ুন এবং সম্মতি দিন।
ধাপ-৬ : আপনার সিগনেচার প্রদান করুন।
উপরোক্ত সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হয়ে গেলে আপনি নগদ এর সেবা উপভোগ করতে পারবেন।
রবি এবং এয়ারটেল সিম থেকে
রবি এবং এয়ারটেল সিম যারা ব্যবহার করেন, তাদের জন্য নগদ একাউন্ট খোলা আরো সহজ। রবি এবং এয়ারটেল সিম ব্যবহারকারীগণ *167# ডায়াল করে নিজের একাউন্টের পিন কোড সেট করলেই একটিভ হয়ে যাবে নগদ একাউন্ট।