জড়তার ভ্রামক কাকে বলে? জড়তার ভ্রামকের একক ও মাত্রা কি?

কোনো নির্দিষ্ট সরলরেখা থেকে কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং এদের প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টিকে ঐ সরলরেখার সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক (Moment of Inertia) বলে।

 

জড়তার ভ্রামকের একক ও মাত্রা (Unit and dimension of moment of Inertia)

এম. কে. এস ও এস. আই. পদ্ধতিতে জড়তার ভ্রামকের একক কিলোগ্রাম-মিটার২ (kg-m2)।

এর মাত্রা সমীকরণ [ I ] = [ ভর × দূরত্ব২] = [ML2]

 

এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–

১। জড়তার ভ্রামক 2kgm2 বলতে কী বুঝ?

উত্তর : কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক 2kgm2 বলতে বুঝায় ঐ বস্তুর প্রত্যেকটি কণার ভর এবং ঐ অক্ষ থেকে তাদের প্রত্যেকের লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি 50 kgm2।

 

আরো পড়ুনঃ-

১। চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে? (Radius of gyration in Bengali)

২। কৌণিক বেগ কাকে বলে? এর একক ও মাত্রা কি? (Angular velocity in Bengali)

৩। কৌণিক ত্বরণ কাকে বলে? এর একক ও মাত্রা কি? (Angular acceleration in Bengali)

৪। টর্ক কি? টর্কের একক কি? (Torque in Bengali)