চাপ বলয় কাকে বলে? চাপ বলয় কয়টি?

ভূপৃষ্ঠের বিভিন্ন অক্ষাংশে তাপের পার্থক্য এবং গোলাকার পৃথিবীর ঘূর্ণনের কারণে বায়ুমণ্ডলের নিম্নতম স্তরে কয়েকটি চাপমণ্ডলের সৃষ্টি হয়েছে। এগুলোকে চাপ বলয় বলে।

প্রকারভেদ : ভূ-পৃষ্ঠে সাধারণত চারটি চাপ বলয় রয়েছে। যেমন–

১। নিরক্ষীয় নিম্নচাপ বলয়,

২। ক্রান্তীয় উচ্চচাপ বলয়,

৩। মেরুবৃত্তের নিম্নচাপ বলয় এবং

৪। মেরু অঞ্চলের উচ্চচাপ বলয়।

চাপ বলয়গুলোর বর্ণনাঃ

১। নিরক্ষীয় নিম্নচাপ বলয় : নিরক্ষীয় অঞ্চল ভূ-পৃষ্ঠের উষ্ণতম মণ্ডল এবং এখানে জলভাগের পরিমাণ বেশি। এ উভয় কারণে নিরক্ষীয় অঞ্চলের বায়ু উষ্ণ, আর্দ্র ও হালকা হয় এবং বায়ুর চাপ কম থাকে। ফলে এ অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয় এবং একে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। উত্তর ও দক্ষিণ দিক থেকে অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

বিস্তৃতি : নিরক্ষরেখার উভয় পার্শ্বে সাধারণত ০° থেকে ৫° অক্ষাংশ পর্যন্ত এ চাপ বলয় বিস্তৃত।

 

Tags :

  • বায়ুর চাপ বলয় কয়টি
  • চাপ বলয় ও বায়ুপ্রবাহ প্রশ্ন উত্তর
  • বায়ুর চাপ কাকে বলে
  • চাপ বলয় ও বায়ুপ্রবাহ
  • বায়ুর চাপ কত
  • বায়ুচাপ বলয় চিত্র
  • নিরক্ষীয় নিম্নচাপ বলয় এর অপর নাম কি?
  • কর্কটীয় ও মকরীয় বলয় কে শান্ত বলয় বলার কারণ কী?
  • চাপ বলয় কত প্রকার ও কি কি?
  • নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে
  • পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির নাম লেখ
  • চাপ বলয় কি assamese
  • নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ
  • উচ্চচাপ ও নিম্নচাপ কাকে বলে
  • বায়ু প্রবাহ কাকে বলে
  • নিম্ন চাপ কাকে বলে
  • বায়ুর চাপ কোথায় সবচেয়ে বেশি