চলক কাকে বলে? চলক কত প্রকার ও কি কি?

পরিসংখ্যানের উপাত্তে ব্যবহৃত সংখ্যাগুলোকে চলক (Variable) বলে। যেমন : কোনো স্কুলের ছাত্রদের উচ্চতা। চলক দুই প্রকার। বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক।

 

বিচ্ছিন্ন চলক কাকে বলে?

যে চলকের মান শুধুমাত্র পূর্ণসংখ্যা হতে পারে, তাকে বিচ্ছিন্ন চলক (Discontinuous variable) বলে। যেমন, পরীক্ষার নম্বর, জনসংখ্যা ইত্যাদি।

উদাহরণ হিসাবে ক্লাসের ছাত্র-ছাত্রী সংখ্যা ৪৫.৫ জন হতে পারে না।

 

অবিচ্ছিন্ন চলক কাকে বলে?

যে সকল চলকের মান যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন : বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি সংশ্লিষ্ট উপাত্তে যেকোনো বাস্তব সংখ্যা ব্যবহার করা যায়। তাই এগুলোর জন্য ব্যবহৃত চলক হচ্ছে অবিছিন্ন চলক।

উদাহরণ হিসাবে ক্লাসের যেকোনো ছাত্র-ছাত্রীর ওজন ৪৫.৫ কেজি হতে পারে।

 

আরো পড়ুনঃ-

১। গুণোত্তর ধারা কাকে বলে?

২। অসম্ভব ঘটনা কাকে বলে? অসম্ভব ঘটনার উদাহরণ।

৩। দৈব পরীক্ষা কাকে বলে? দৈব পরীক্ষার উদাহরণ।

৪। নমুনাক্ষেত্র ও নমুনাবিন্দু কাকে বলে?

৫। বিস্তার পরিমাপ কাকে বলে? বিস্তার পরিমাপের প্রকারভেদ।

৬। পরিসর কি? পরিসরের ব্যবহার।

৭। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?

৮। সরলরেখা কাকে বলে? সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক কি?

৯। অঙ্কপাতন কাকে বলে?