গ্রিনহাউস ইফেক্ট কি? গ্রিন হাউস ইফেক্ট কেন সৃষ্টি হয়?

গ্রিনহাউস গ্যাস (CO2, CO, CH4, N2O ইত্যাদি) বৃদ্ধির ফলে পরিবেশের তাপমাত্রা বেড়ে যায় যাকে বলা হয় গ্রিনহাউস ইফেক্ট।

 

গ্রিন হাউস ইফেক্ট কেন সৃষ্টি হয়?

পৃথিবীর চারপাশে CO2 এর পুরু আস্তরণ রয়েছে। এ আবরণের ভিতর ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবেশ করতে পারলেও দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবেশ বা বের হতে পারে না। সূর্য থেকে আগত আলোকরশ্মি (ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের) এ আবরণ ভেদ করে পৃথিবীতে শোষিত হয়। কিন্তু পৃথিবী থেকে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় তা এ আবরণ ভেদ করতে পারে না। এভাবে তাপশক্তি আটকে পড়ার কারণে গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি হয়।

 

গ্রিন হাউস ইফেক্ট এর ইতিহাস

গ্রিন হাউস ইফেক্টের অস্তিত্বের পক্ষে ১৮২৪ সালে জোসেফ ফুরিয়ার যুক্তি পেশ করেন। এই যুক্তি ও গ্রিন হাউস প্রতিক্রিয়ার অস্তিত্বের প্রমাণ পরবর্তীকালে আরও জোরদার করেন ক্লদ পৈলিওলেট ১৮২৭ ও ১৮৩৮ সালে এবং জন টিনডাল পরীক্ষামূলক পর্যবেক্ষণ দ্বারা ১৮৫৯ সালে। স্যভান্তে আরহেনিয়াস ১৮৯৬ সালে আরও সম্পূর্ণরূপে নিরূপণ করেন। আলেকজান্ডার গ্রাহাম বেল ১৯১৭ সালে লিখেছিলেন “জীবাশ্ম জ্বালানির অবারিত দহন হচ্ছে এক শ্রেণির গ্রিন হাউস ইফেক্ট এবং এর চূড়ান্ত ফলাফল হচ্ছে গ্রীনহাউজটি ণিরশ্রেণষঘরে ্ণ-ঘরে পরিণত হয়।”তিনি এছাড়াও শক্তির উৎসগুলো যেগুলো যেমন সৌর শক্তি ব্যবহারের জন্য প্রচার চালিয়েছিলেন।