গলগণ্ড বলতে কি বুঝ? গলগণ্ড এর লক্ষণ কি?

গলগণ্ড হচ্ছে থাইরয়েড গ্রন্থির এক প্রকার রোগ। এ রোগ হলে গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। খাদ্যে আয়োডিনের অভাব এ রোগের প্রধান কারণ। বাংলাদেশের উত্তরবঙ্গ এবং জামালপুরে এ রোগের প্রকোপ সবচেয়ে বেশি।

 

গলগণ্ড রোগের লক্ষণ

১. প্রচণ্ড রকম পেশি জড় হওয়া;

২. হৃৎপিন্ডের চলাচল কমে যাওয়া;

৩. অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া;

৪. কোষ্ঠকাঠিন্য হওয়া;

৫. মানসিক জড়তা ও বুদ্ধিহীনতা;

৬. শিশু বামন আকৃতির হওয়া;

৭. দৈহিক ও মানসিক বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হওয়া ইত্যাদি।

প্রতিরোধ : আয়োডিন যুক্ত খাবার (যেমন: সামুদ্রিক মাছ) ও আয়োডিনযুক্ত লবণ খেয়ে এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

 

Tags :

  • গলগন্ড রোগ হয় কিসের অভাবে
  • গলগন্ড রোগের অপর নাম কী
  • গলগন্ড রোগের কারণ ও লক্ষণ
  • গলগন্ড রোগের উপসর্গ
  • গলগন্ড রোগ কেন হয়
  • গলগন্ড রোগের প্রতিকার
  • গলগন্ড রোগের ঔষধ
  • গয়টার রোগের প্রতিরোধ
  • গলগন্ড রোগের অপারেশন খরচ
  • গলগন্ড রোগের ছবি
  • গলগন্ড রোগ হয় কোন ভিটামিনের অভাবে
  • গয়টার রোগ কিসের অভাবে হয়
  • কোন হরমোন কম ক্ষরণ হলে গলগন্ড রোগ হয়
  • নোডুলার গলগন্ড