কোষঝিল্লি কি? কোষঝিল্লির কাজ কি?

প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে, তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বলে। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। রাসায়নিক দিক দিয়ে কোষ আবরণী প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত। কোষঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে।

 

কোষঝিল্লির রাসায়নিক উপাদান

(i) কোষঝিল্লিতে প্রোটিন, লিপিড এবং কোন কোন ক্ষেত্রে পলিস্যাকরাইড থাকে।

(ii) প্রোটিন গাঠনিক উপাদান হিসেবে, এনজাইম হিসেবে এবং বাহক হিসেবে থাকে। এদের গঠন ও পরিমাণগত পার্থক্য থাকতে পারে।

(iii) কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় ৭৫ ভাগই লিপিড। লিপিড প্রধানত ফসফোলিপিড (phospholipids) হিসেবে থাকে। পাঁচ রকম ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে– যার সবচেয়ে সরলটি হল ফসফোটাইডিক অ্যাসিড এবং অন্য চারটি জটিল প্রকৃতির (complex)। জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন (lecithin) প্রধান। এছাড়া গ্লিসারোফসফ্যাটিড, কোলেস্টেরলও দেখা যায়। ঝিল্লীস্থ ফসফোলিপিডের অর্ধেকের বেশি থাকে লেসিথিন। কোন কোন ক্ষেত্রে RNA (পিয়াজের কোষে), DNA ইত্যাদিও থাকতে পারে।

 

রাসায়নিক গঠন : কোষঝিল্লির প্রধান রাসায়নিক উপাদান হলো লিপিড ও প্রোটিন। লিপিডের মধ্যে ফসফোলিপিড ও কোলেস্টেরল থাকে। কোষঝিল্লির রাসায়নিক উপাদানসমূহের পরিমাণ প্রোটিন : ৬০-৮০%, লিপিড (ফসফোলিপিড ও কোলেস্টেরল) : ২০-৪০%, শর্করা : ৫%, এনজাইম : প্রায় ৩০ প্রকার, অ্যান্টিজেন, লবণ ও পানি।

 

 

কোষঝিল্লির বৈশিষ্ট্য

কোষঝিল্লির বৈশিষ্ট্য হল–

  • দ্রব ও দ্রাবকের চলাচল নিয়ন্ত্রণ করে।
  • ঝিল্লি ভেদ্য ও অভেদ্য হয়।

 

কোষঝিল্লির কাজ

কোষঝিল্লি নিচে বর্ণিত কাজগুলো করে থাকে-

  • এটি কোষের আকৃতি প্রদান করে এবং সীমানা নির্ধারণ করে।
  • এটি কোষের মধ্যে অবস্থিত বিভিন্ন অঙ্গাণু ও বস্তুগুলোকে রক্ষা করে মাইক্রোভিলাই সৃষ্টি করে কোষের শোষণত বৃদ্ধি করে।
  • এটি কোষের বাইরে ও ভেতরে বস্তুসমূহ চলাচল নিয়ন্ত্রণ করে।
  • এটি ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস পদ্ধতিতে যথাক্রমে কঠিন ও তরল খাদ্য গ্রহণ করে।

 

Tags :

  • কোষঝিল্লি কি বা কাকে বলে?
  • কোষঝিল্লির ভাঁজকে কি বলে?
  • কোষঝিল্লি কি দ্বারা গঠিত?
  • কোষঝিল্লির রাসায়নিক উপাদান কি কি?
  • কোষঝিল্লির বৈশিষ্ট্য কী কী?
  • কোষঝিল্লির কাজগুলো কি কি?
  • কোষ প্রাচীর কে আবিষ্কার করেন?
  • কোষপ্রাচীরের কাজ কী?
  • কোষপ্রাচীর কাকে বলে বাংলা;
  • পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষপ্রাচীর?
  • কোষপ্রাচীর ও কোষ ঝিল্লির পার্থক্য কি?
  • গৌণ প্রাচীর কাকে বলে?
  • ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত?
  • একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র;
  • কোষ প্রাচীরের প্রধান উপাদান কি?
  • কোষ প্রাচীর কোথায় দেখা যায়?
  • কোষপ্রাচীরের গঠন ও কাজ;
  • কোষ প্রাচীর কোন ধরনের পর্দা?
  • কোষপ্রাচীরের বৈশিষ্ট্য;
  • কোষঝিল্লি কি দ্বারা গঠিত?
  • কোষঝিল্লি ও কোষ প্রাচীরের পার্থক্য কি? কোষঝিল্লি কে আবিষ্কার করেন?
  • কোষঝিল্লি কোথায় থাকে?
  • কোষঝিল্লি যে অবস্থায় থাকে তাকে কী বলা হয়?
  • কোষঝিল্লির চিত্র;
  • কোষঝিল্লির গঠন ও কাজ;
  • কোষঝিল্লি কী দ্বারা গঠিত?
  • কোষঝিল্লি এর কাজ;
  • কোষঝিল্লির ভৌত গঠন;
  • আইসবার্গ মডেল কাকে বলে?
  • কোষঝিল্লি এর কাজ কি?
  • ঝিল্লি কত প্রকার?
  • প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল কে আবিষ্কার করেন?
  • কোষ ঝিল্লির অপর নাম কি?
  • কোন কোষের কোষঝিল্লিতে RNA থাকে?
  • কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য
  • ফ্লুইড মোজাইক মডেল এর ব্যাখ্যা
  • ফ্লুইড মোজাইক মডেল এর কাজ
  • প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল
  • কোষঝিল্লির বৈশিষ্ট্য
  • কোষঝিল্লির প্রধান উপাদান কোনটি?