খাদ্যে তাপশক্তি মাপার একক হলো কিলোক্যালরি। খাদ্য থেকে দেহের ভিতর যে তাপ উৎপন্ন হয় তা ক্যালরিতে প্রকাশ করা হয়।
১০০০ ক্যালরিতে ১ কিলোক্যালরি। দেহের শক্তির চাহিদাও কিলোক্যালরিতে নির্ণয় করা হয়।
এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–
১। কোন কোন খাদ্য নিম্ন ক্যালরিযুক্ত?
উত্তর : যেসব খাদ্যে শর্করা, প্রোটিন ও স্নেহ পদার্থ কম বা অনুপস্থিত এবং পানি ও সেলুলোজের পরিমাণ বেশি থাকে, সেসব খাদ্যই নিম্ন ক্যালরিযুক্ত। যেমন, চালকুমড়া, বাঁধাকপি, ঝিঙ্গা, টমেটো ইত্যাদি।
২। ১ গ্রাম শর্করা কত কিলোক্যালরি তাপশক্তি উৎপন্ন করে?
উত্তর : ১ গ্রাম শর্করা ৪ কিলোক্যালরি তাপশক্তি উৎপন্ন করে।
৩। ১ গ্রাম চর্বি থেকে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?
উত্তর : ১ গ্রাম চর্বি থেকে ৯ কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়।
Tags :
- ১ কিলোক্যালরি কত ক্যালরি
- ক্যালোরি কি
- ওজন অনুযায়ী ক্যালরি চার্ট
- দৈনিক কত ক্যালরি প্রয়োজন
- ১ প্লেট ভাতে কত ক্যালরি
- কিলোক্যালরি শক্তি পরিমাপের পদ্ধতি
- খাদ্য ক্যালরি কি
- খাদ্য ক্যালরি কি
- ১ কিলোক্যালরি সমান কত গ্রাম
- 1 কিলোক্যালরি সমান কত কিলোজুল
- ১ কেজি সমান কত ক্যালরি
- ১ ক্যালরি কি
- চিড়াতে কত ক্যালরি আছে
- প্রোটিনের ক্যালরি মূল্য কত
- কলায় কত ক্যালরি
- ১ লিটার দুধে কত ক্যালরি?
- ১ গ্রাম ফ্যাট হতে কত কিলোক্যালরি শক্তি পাওয়া যায়?
- ১ গ্রাম প্রোটিনে কত ক্যালরি?
- ১০০ গ্রাম ডালে কত প্রোটিন?
- ১ গ্লাস দুধে কত প্রোটিন থাকে?
- 1 ক্যালরি সমান কত কিলোক্যালরি?
- ক্যালরি বলতে কী বোঝায়?
- পানিতে তে কত ক্যালরি আছে?
- ১ গ্রাম আমিষে কত ক্যালরি থাকে?
- ২৫০ গ্রাম ভাতে কত ক্যালরি?
- ১০০ গ্রাম দুধে কত ক্যালরি?