কম্পিউটারের মূল অংশ ৪টি। এগুলো হলো- ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসর।
প্রসেসর (Processor)
প্রসেসর হলো মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক। যা ইনস্ট্রাকশন এবং প্রোগ্রামসমূহ বাস্তবায়ন করে। প্রসেসর গাণিতিক এক সরল লজিক্যাল অপারেশন সম্পাদন করে। মাইক্রোকম্পিউটার, PC’র মতো, মূল প্রসেসর হচ্ছে একটি মাইক্রেপ্রসেসর। প্রসেসরের কার্যকরী ক্ষমতা বা শক্তিকে পরিমাপ করা হয় মেগাহার্জ (মে.হা.) দিয়ে। অধিক মানের মেগাহার্জ মানে অধিক শক্তিশালী কম্পিউটার। প্রসেসর ম্যানুফ্যাকচার কোম্পানির উপর নির্ভর করে। বিভিন্ন ধরনের প্রসেসর রয়েছে। যেমন- ইন্টেলের পেন্টিয়াম থ্রি/ফোর, এএমডি, এথলন ইত্যাদি। তবে বর্তমান বাজারে পেন্টিয়াম ফোর প্রসেসর প্রায় বিলুপ্ত হওয়ার পথে। কেননা ৪৭৮ পিনের জেনারেশন এর পরিবর্তে চলছে ৭৭৫ জেনারেশন। এই জেনারেশনে বাজারে আছে ডুয়েল কোর, কোর ২ ডুয়ো, কোর ২ কোয়ার্ড এবং কোর ২ মাল্টিপ্রসেসর ইত্যাদি।