ওয়ার্ড প্রসেসিং (Word Processing) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. ওয়ার্ড প্রসেসর (Word Processor) কি?

উত্তর : যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য ব্যবহৃত একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

 

প্রশ্ন-২. কয়েকটি বাণিজ্যিক সফটওয়্যারের নাম লিখ।

উত্তর : কয়েকটি বাণিজ্যিক সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্কস, নোট প্যাড, ওয়ার্ড প্যাড।

 

প্রশ্ন-৩. মেনুবার (Menu Bar) কাকে বলে?

উত্তর : ওয়ার্ড প্রসেসরের উপরের দিকে তাকালে টাইটেল বারের নিচেই File, Edit, View, Insert এই ধরনের শব্দগুলোর একটি অনুভূমিক সারি পাওয়া যায় একেই মেনুবার বলে। প্রতিটি মেনুর অধীনে কিছু Option থাকে। যেমন- File মেনুর অধীনে রয়েছে New, Open, Save, Save as, Print, Exit ইত্যাদি।

 

প্রশ্ন-৪. রিবন কি?

উত্তর : রিবন হলো কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা।

 

প্রশ্ন-৫. ওয়ার্ড প্রসেসর কী ধরনের সফটওয়্যার?

উত্তর : অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

 

প্রশ্ন-৬. ‘ওয়ার্ড প্রসেসিং’ এর শাব্দিক অর্থ কি?

উত্তর : ওয়ার্ড প্রসেসিং এর শাব্দিক অর্থ শব্দ প্রক্রিয়াকরণ।

 

প্রশ্ন-৭. কয়েকটি ওয়ার্ড প্রসেসরের নাম লেখ।

উত্তর : কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর হলো– i. মাইক্রোসফট ওয়ার্ড, ii. ওপেন অফিস রাইটার, iii. নোট প্যাড, iv. কিংসফট অফিস ওয়ার্ড এবং v. অ্যাপল আই ওয়ার্কস।

 

প্রশ্ন-৮. ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব কী?

উত্তর : ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব নিচে দেওয়া হলোঃ

i. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। যেমনঃ রিপোর্টিং ও গবেষণাতে প্রতিবেদন তৈরি ও সংরক্ষণ।

ii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আরও সমৃদ্ধ করতে বইপত্র, ম্যাগাজিন ও সংবাদপত্রের লেখালেখিতে সহায়তা করে।

iii. নিজস্ব কোনো কিছু লেখালেখি ও সংরক্ষণের জন্য সহায়ক ভূমিকা রাখে।

iv. যোগাযোগ মাধ্যমগুলোতে নিজেকে উপস্থাপনের অন্যতম বড় মাধ্যম এটি।

v. এটির সহায়তায় অনেক পুরানো এবং প্রচুর তথ্য সংরক্ষণ করে রাখা সম্ভব।