এডোবি ফটোশপ কি? (What is Adobe Photoshop in Bengali/Bangla?)
এডোবি ফটোশপ (Adobe Photoshop) হচ্ছে এডোবি সিস্টেমস (Adobe Systems) এর ফটো/ছবি এডিটিং করার জনপ্রিয় একটি সফটওয়্যার বা অ্যাপস। কম্পিউটারে ছবি এডিট করার জন্য অনেক রকম সফটওয়্যার রয়েছে। তারমধ্যে এডোবি ফটোশপ সফটওয়্যারটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। সাধারণভাবে সফটওয়্যারটি শুধুমাত্র ফটোশপ নামে অধিক পরিচিত। এটি কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনেও সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
ফটোশপ প্রোগ্রামের নির্মাতা- জন ওয়ারনক।
কিভাবে এডোবি ফটোশপ ডাউনলোড করবেন?
এডোবি ফটোশপ ব্যবহার করতে হলে আপনাকে আগে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এটি কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। তো চলুন দেখে নেই কোথায় থেকে এবং কিভাবে এডোবি ফটোশপ ডাউনলোড করবেন।
1. Visit Adobe.com
Adobe.com এ ভিসিট করার পর নিচের মতো একটা ওয়েবপেজ দেখতে পাবেন।
এখানে থেকে Start free trial এ ক্লিক করুন।
এডোবি ফটোশপের কাজ কি? (What are functions of Adobe Photoshop?)
এডোবি ফটোশপ ব্যবহার যেসব কাজ করা যায় তা হলো–
- ছবি এডিট করা যায়।
- ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়।
- ছবির সাইজ কমানো-বাড়ানো যায়।
- এর সাহায্যে ছবি বা ছবির কোনো অংশের ব্রাইটনেস বাড়ানো-কমানো যায়।
- এর সাহায্যে একাধিক ছবি একসাথে যুক্ত করা যায়।
- এর সাহায্যে পোস্টার তৈরি করা যায়।
- এর সাহায্যে ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা যায়।
- এর সাহায্যে ছবির দাগ বা স্পষ্ট মুছে ফেলা যায়।
- ছবিতে বিভিন্ন ধরনের ডিজাইন কিংবা ছবিতে বিভিন্ন ধরনের রং সহ ফটোশপ দিয়ে একটি ছবিকে বেশ আকর্ষনীয় করে তোলা যায়।
এছাড়াও এর সাহায্যে আরও নানা রকম কাজ করা যায়।
ফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতি
ফটোশপে কাজ করার জন্য কমবেশি ৬৯ প্রকার টুল রয়েছে। এ ছাড়াও রয়েছে অসংখ্য অপশন প্যালেট, ডায়ালগ বক্স ইত্যাদি। বিভিন্ন রকম টুলের সঙ্গে আবার বিভিন্ন রকম অপশন প্যালেট এবং ডায়ালগ বক্সের সম্পর্ক রয়েছে। ফটোশপের টুল বক্সে এ ছাড়াও রয়েছে তুলি বা ব্রাশের রং বা Foreground এবং ক্যানভাস বা Background-এর রং নিয়ন্ত্রণের আইকন, মনিটরের পর্দায় প্রদর্শন এলাকা নির্ধারণের আইকন, মাস্ক আইকন ইত্যাদি। পেন্সিল বা ব্রাশ টুল দিয়ে রেখা অঙ্কন করলে Foreground এর রং তুলির রং হিসেবে কাজ করে।
১. পর্দার ডান পাশে রয়েছে বিভিন্ন প্রকার প্যালেট। প্যালেটের উপরের ডান দিকে বিয়োগ চিহ্ন বা Minimize আইকন রয়েছে। এ বিয়োগ চিহ্ন বা Minimize আইকনে ক্লিক করলে প্যালেটটি গুটিয়ে যাবে এবং আইকনটি চতুষ্কোণ বা Maximize আইকনে রূপান্তরিত হয়ে যাবে। গুটিয়ে থাকা প্যালেটের চতুষ্কোণ বা Maximize আইকনে ক্লিক করলে প্যালেটটি আবার সম্প্রসারিত হবে। পরবর্তীতে প্রয়োজন হলে আবার বিয়োগ চিহ্ন বা Minimize আইকনে ক্লিক করলে প্যালেটটি গুটিয়ে যাবে।
২. প্যালেটের টপ বার-এ ডাবলক্লিক করলেও সম্প্রসারিত প্যালেট গুটিয়ে যাবে এবং গুটিয়ে থাকা প্যালেট সম্প্রসারিত হবে।
৩. প্যালেটের টপ বার-এ ক্লিক ও ড্রাগ করে প্যালেটকে যেকোনো স্থানে সরিয়ে স্থাপন করা যায়।
৪. পর্দার বাম দিকে রয়েছে টুল বক্স। এতে বিভিন্ন প্রকার কাজের জন্য ভিন্ন ভিন্ন টুল রয়েছে। কাজের জন্য যে টুলের উপর যখন ক্লিক করা হয় তখন সেই টুলটি কাজ করে। টুল বক্সে কোনো টুল সিলেক্ট করে মাউস পয়েন্টার পর্দার ভেতরে নিয়ে এলে কখনো ওই টুলের নিজস্ব আকৃতিতে দেখা যায়, আবার কখনো যোগ চিহ্নরূপে দেখা যায় এবং সম্পাদনা টুলগুলাে বৃত্ত বা গোল আকৃতি হিসেবে প্রদর্শিত হয়।
এডোবি ফটোশপ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর–
১। এডোবি ফটোশপ কি? (What is Adobe Photoshop?)
উত্তর : এডোবি ফটোশপ হচ্ছে ফটো/ছবি এডিটিং করার জনপ্রিয় একটি সফটওয়্যার।
২। ফটোশপ দিয়ে কি কি কাজ করা যায়?
উত্তর : ফটোশপ দিয়ে ইমেজ এডিটিং, ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যায়।
৩। ফটোশপে কাজ করার জন্য কত প্রকার টুল রয়েছে?
উত্তর : ফটোশপে সর্বমোট ৬৯ প্রকার টুল রয়েছে।
৪। Burn Tool কেন ব্যবহার করা হয়?
উত্তর : ছবির কোন অংশ কাটার জন্য Burn Tool ব্যবহার করা হয়।
৫। কীরূপ ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেয়া যায়?
উত্তর : ডিজিটাল।
৩। এডোবি ফটোশপে নিউ ডায়ালগ বক্সে প্রশস্ততা এবং উচ্চতা এ দুটি ঘরের কোন পাশে মাপের একক নির্ধারণের ড্রপ-ডাউন মেনু রয়েছে?
উত্তর : ডান।
৪। এডোবি ফটোশপের নিউ ডায়ালগ বক্সে প্রশস্ততা এবং উচ্চতা-এ দুটির ঘরের ডানপাশে মাপের একক নির্ধারণের ড্রপ-ডাউন মেনু রয়েছে। এ মেনুর কোন তীর ক্লিক করলে মাপের এককগুলো কেমন দেখা যাবে?
উত্তর : নিম্নমুখী।
৫। এক বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত?
উত্তর : ৫১৮৪।
৬। প্রতি বর্গ ইঞ্চিতে বা নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণকে কী বলে?
উত্তর : রেজুলিউশন।
৭। পিক্সেলের ঘরে ১৩০ টাইপ করলে রেজুলিউশন কত পিক্সেল হবে?
উত্তর : ১৬৯০০।
৮। একটি ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যায়। এ অবস্থাকে কী বলে?
উত্তর : পিক্সেলেটেড।
৯। সাধারণ ভাষায় ছবি ফেটে যাওয়া বলতে কোনটিকে বুঝানো হয়?
উত্তর : পিক্সেলেটেড।
১০। RGB কি?
উত্তর : RGB হচ্ছে Red Green Blue বা লাল সবুজ এবং নীল এই তিনটি রঙের ইংরেজি নামের প্রথম বর্ণবিশিষ্ট সংক্ষিপ্ত রূপ।
১১। এডোবি ফটোশপের ডায়ালগ বক্সের Background Contents অংশে ব্যাকগ্রাউন্ড কয়টি অপশন রয়েছে?
উত্তর : ৩টি।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (Multiple Choice Question and Answer)
১। কম্পিউটার ছবি সম্পাদনার জন্য কোন প্রোগ্রামটি সবচেয়ে জনপ্রিয়?
ক) ইমেজ ভিউয়ার
খ) এডোবি ফটোশপ
গ) অ্যাপল ফটোশপ
ঘ) ইমেজ এডিটর
সঠিক উত্তর : খ
২। Adobe Photoshop নিউ ডায়ালগ বক্সে প্রশস্ততা এবং উচ্চতা কোন এককে দেয়া থাকে?
ক) cm
খ) inch
গ) ft
ঘ) mm
সঠিক উত্তর : খ
৩। কোনটি এডোবি ফটোশপে High এবং Width এর একক নয়?
ক) Centimeter
খ) Pixels
গ) decimeter
ঘ) Points
সঠিক উত্তর : গ
৪। এডোবি ফটোশপে High এবং Width পরিমাপের default একক কোনটি?
ক) mm
খ) cm
গ) Points
ঘ) pixel
সঠিক উত্তর : ঘ
৫। এডোবি ফটোশপে কোনটি ডিফল্ট রেজুলেশন?
ক) ৩৬
খ) ৪৮
গ) ৭২
ঘ) ৮৬
সঠিক উত্তর : গ
৬। ফটোশপ ইমেজ তৈরি হয় কোনটির সাহায্যে?
ক) cm
খ) পিক্সেল
গ) mm
ঘ) পয়েন্ট
সঠিক উত্তর : খ
৭। ফটোশপে নীল, সবুজ এবং লাল এই তিনটি রঙের ইংরেজি নামের প্রথম বর্ণবিশিষ্ট সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক) RGB
খ) GRB
গ) GBR
ঘ) BGR
সঠিক উত্তর : ক
৮। ফটোশপের ডায়ালগ বক্সের Background contents অংশে ব্যাকগ্রাউন্ডের অপশন নয় কোনটি?
ক) White
খ) Background Color
গ) Transparent
ঘ) RGB
সঠিক উত্তর : ঘ