এক্সরে কি? এক্সরের ধর্মগুলি কি কি?

 

এক্সরে হলো এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ যা দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা কোনো ধাতব পাতকে আঘাত করে উৎপন্ন করা যায়।

এক্স-রে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন ১৮৯৫ সালে এবং এক্স-রে আবিষ্কারের জন্য ১৯০১ সালে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।

 

এক্সরের ধর্মগুলি

এক্স-রের ধর্মগুলি নিচে তুলে ধরা হলো:

  • এ রশ্মি সরলরেখায় গমন করে।
  • এক্স-রে তাড়িতচৌম্বক তরঙ্গ। তাড়িতক্ষেত্র বা চৌম্বকক্ষেত্র দ্বারা এটি বিচ্যুত হয় না।
  • এর তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট, প্রায় 10-10m এর কাছাকাছি।
  • এটি আধান নিরপেক্ষ।

 

এক্সরের ব্যবহার

এক্সরে এর ব্যবহারগুলো নিচে তুলে ধরা হলো :

  • মুখমণ্ডলের যে কোনো ধরনের রোগ নির্ণয়ে এক্সরের এর ব্যবহার অনেক যেমন–দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষয় নির্ণয়ে এক্সরে ব্যবহৃত হয়।
  • পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা সনাক্ত করা যায়।
  • এক্সরের সাহায্যে পিত্তথলি ও কিডনির পাথরকে সনাক্ত করা যায়।
  • বুকের এক্সরের সাহায্যে ফুসফুসের রোগ যেমন– নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি নির্ণয় করা যায়।
  • চিকিৎসার কাজেও এক্সরে ব্যবহার করা যায়। এটি ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে।

 

Tags :

  • রঞ্জন রশ্মি কি?
  • এক্স রশ্মি কাকে বলে?
  • এক্স-রে কীভাবে উৎপন্ন হয়?
  • কোন পরীক্ষার ক্ষেত্রে এক্স রে ব্যবহৃত হয়?
  • এক্স রে কত প্রকার?
  • এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার
  • ভেদন ক্ষমতা কাকে বলে
  • এক্স রে কি?
  • রন্টজেন কি আবিষ্কার করেন?
  • এক্স রে কেন করা হয়?
  • বুকের এক্সরে করতে কত টাকা লাগে?
  • দাঁতের এক্সরে করতে কত টাকা লাগে?
  • এক্স রে করলে কি ক্ষতি হয়?
  • এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার?
  • এক্সরে ও সাধারণ আলোর পার্থক্য লেখ
  • রশ্মি কত প্রকার
  • গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার
  • এক্স রে রিপোর্ট
  • এক্স-রে আবিষ্কার হয় কত সালে
  • x-ray এর ব্যবহার
  • বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য
  • এক্স রে করতে কত টাকা লাগে