উপাত্ত ও তথ্য কাকে বলে? তথ্য, উপাত্ত ও জ্ঞানের মধ্যে সম্পর্ক কি?

উপাত্ত কাকে বলে? (What is called Data?)

ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককই হচ্ছে উপাত্ত (Data)। নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই উপাত্ত ব্যবহার করা হয়। উপাত্তের নিজস্ব কোনো অর্থ নেই। উপাত্ত বিভিন্ন ঘটনা, প্রেক্ষাপট বা পরিস্থিতির সাথে যুক্ত হয়েই অর্থপূর্ণ হয়। যেমন ১ একটি সংখ্যা যার নিজস্ব কোনো অর্থ নেই। এটি একটি উপাত্ত। এটি তখনই অর্থপূর্ণ হবে যখন এটি দ্বারা কারও রোল নাম্বার অথবা অর্থযুক্ত কিছু বোঝানো হবে।

 

তথ্য কাকে বলে? (What is called Information?)

উপাত্তের সঠিক প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য (Information) পাওয়া যায়। যখন কোনো উপাত্ত কোনো ঘটনা, প্রেক্ষাপট বা পরিস্থিতির সাথে সংযুক্ত হয় তখন তাকে তথ্য বলে। তথ্যসমূহ অর্থপূর্ণ। যেমন: রিমি ও মেয়ে আলাদাভাবে দুটি উপাত্ত যার নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু যদি “রিমি একটি মেয়ে” বলা হয় তবে সেটি অর্থপূর্ণ হয়। যেটিকে রিমি সম্পর্কিত তথ্য বলা যায়। তথ্যকে বিশ্লেষণ করলে জ্ঞান পাওয়া যায়। প্রযুক্তির অগ্রগতিতে তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

তথ্য, উপাত্ত ও জ্ঞানের মধ্যে সম্পর্ক কি?

তথ্যের ক্ষুদ্রতম একক হলো উপাত্ত। আর এই উপাত্তের সাথে কোনো ঘটনা বা প্রেক্ষাপট বা পরিস্থিতির সংযোগে তৈরি হয় তথ্য। উপাত্ত অর্থহীন থাকে, কিন্তু উপাত্ত যখন তথ্যে রূপান্তরিত হয় তখন সেটি অর্থবহ হয়ে যায়। আর এই অর্থবহ তথ্যকে বিশ্লেষণ করলেই জ্ঞান পাওয়া যায়। সেই জন্যেই বলা যায় উপাত্ত থেকে তৈরি হয় তথ্য, আর এই তথ্য থেকে তৈরি হয় জ্ঞান। যেমন ৬ষ্ঠ একটি উপাত্ত, কিন্তু যদি বলা হয় রিমি ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে তাহলে সেটি হয় তথ্য। অর্থাৎ তথ্য থেকে প্রাপ্ত জ্ঞান হলো রিমি ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

 

আরো পড়ুনঃ-

১। চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা কর।

২। ‘শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া সম্ভব’– ব্যাখ্যা কর।

৩। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে কি বুঝায়?

৪। ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা কর।

৫। তথ্যপ্রযুক্তির কল্যাণে ডায়াবেটিস রোগীগণ উপকৃত হচ্ছে–ব্যাখ্যা করো।

৬। ঘরে বসে অর্থ উপার্জন করা যায় ব্যাখ্যা কর।

৭। “তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম”– ব্যাখ্যা করো।

৮। ওয়্যারলেস কমিউনিকেশন ব্যাখ্যা কর।

৯। “তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে” – কথাটি বুঝিয়ে লেখ।

১০। তথ্য প্রযুক্তি ব্যবহারে শিক্ষা বিস্তৃত হচ্ছে- ব্যাখ্যা করো।