ইউনিক্স কি? ইউনিক্স কী ধরনের সফটওয়্যার?

ইউনিক্স কি? (What is UNIX in Bengali/Bangla?)

ইউনিক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে মাইক্রোকম্পিউটারে ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। মাল্টি টাস্কিং ও মাল্টি ইউজার একটি অপারেটিং সিস্টেমের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেম খুবই উপযোগী। এ অপারেটিং সিস্টেমের অন্যতম বিশেষত্ব হচ্ছে ব্যবহারকারীর নির্দেশ ব্যতীত কোন প্রোগ্রাম রান করানো যায় না। ফলে এ অপারেটিং সিস্টেম কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে না।

 

ইউনিক্স এর ইতিহাস

এই অপারেটিং সিস্টেমটি মূলত অ্যাসেম্বলি ভাষায় লেখা হয়েছিল, তবে ১৯৭৩ সালে ৪ সংস্করণে ইউনিক্স নতুন করে সি তে লেখা হয়েছিল।

ইউনিক্স অপারেটিং সিস্টেমগুলি আধুনিক সার্ভার, ওয়ার্কস্টেশন এবং মোবাইল ডিভাইসে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

 

ইউনিক্সের বৈশিষ্ট্য (Characteristics of Unix)

ইউনিক্সের বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরা হলো:

১. সব ধরনের কম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়।

২. মাল্টিটাক্সিং ও মাল্টিইউজার অ্যাপ্লিকেশনের জন্য উপযোগী।

৩. একসাথে অনেক ব্যবহারকারীকে কাজ করার সুবিধা দেওয়া যায়।

৪. নেটওয়ার্ক সিস্টেমের জন্য শক্তিশালী ও কার্যকরী।