আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কী বোঝায়?

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ঐ তাপমাত্রায় ঐ আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।

অন্য কথায়, আপেক্ষিক আর্দ্রতা হলো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে এবং একই তাপমাত্রায় ঐ বায়ু সম্ভাব্য (সর্বোচ্চ) কতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাত। জলীয়বাষ্পের সম্পৃক্ততার ধর্ম ব্যবহার করে এই সংজ্ঞাটিকে অন্য আরেকভাবে কহা যায়, আপেক্ষিক আর্দ্রতা হলো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণের এবং একই তাপমাত্রায় একই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাত। বায়ুর তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে এর আর্দ্রতাও পরিবর্তিত হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুর জলীয়বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পেলে সেই ক্ষমতাও হ্রায় পায়। ফলে, শীতল বায়ু অপেক্ষা উষ্ণ বায়ু বেশি জলীয়বাষ্প ধারণ করতে পারে। তাই, কখনও পরম আর্দ্রতা স্থির থাকলেও বায়ুর তাপমাত্রার পরিবর্তন আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন ঘটাতে পারে।

ফলতঃ আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা থেকে দেখা যায়, কোনো নির্দিষ্ট বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ অপরিবর্তিত থাকলে উষ্ণ অবস্থায় এর আপেক্ষিক আর্দ্রতা যত হবে, ঐ বায়ুকে শীতলীকরণ করা হলে আপেক্ষিক আর্দ্রতা সেটা থেকে আরও বৃদ্ধি পাবে। উপরন্তু, বায়ুকে শীতল করতে করতে যদি এর আপেক্ষিক আর্দ্রতা ১০০% ছাড়িয়ে যায় তথা বায়ু তার সম্পৃক্তি বিন্দুতে পৌঁছায় তাহলে জলীয়বাষ্প ঘনীভূত হওয়া শুরু করবে। একই প্রসঙ্গানুসারে বিপরীতক্রমে বায়ুর উষ্ণায়নের ফলে এর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে। কুয়াশাচ্ছন্ন বায়ুকে উষ্ণ করা হলে সেই কুয়াশার স্বতঃবাষ্পীভবন ঘটতে পারে, কারণ জলের ফোঁটার মধ্যবর্তী বায়ু জলীয়বাষ্প ধরে রাখার ক্ষেত্রে অধিকতর সক্ষম হয়।

আপেক্ষিক আর্দ্রতায় কেবল দৃষ্টির অগোচরে থাকা জলীয়বাষ্পকে বিবেচনায় নেওয়া হয়। কুয়াশা, মেঘ, মিস্ট (mist) এবং জলের অ্যারোসলকে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের ক্ষেত্রে গণ্য করা হয় না, যদিও এদের উপস্থিতি এক খণ্ড বায়ুর শিশির বিন্দুর নৈকট্যের সম্ভাবনার একটি ইঙ্গিত দেয়।

আপেক্ষিক আর্দ্রতাকে সাধারণত একটি শতাংশের আকারে প্রকাশ করা হয়। শতকরার মান বড় হওয়ার অর্থ হচ্ছে বায়ু ও জলের মিশ্রণটি আরও আর্দ্র। ১০০% আপেক্ষিক আর্দ্রতায় বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে আর বায়ুর অবস্থান হয় এর শিশির বিন্দুতে। ফোঁটা বা স্ফটিকের নিউক্লিয়েশন ঘটাতে পারে এমন কোনো বাহ্যিক উপাদান উপস্থিত না থাকলে আপেক্ষিক আর্দ্রতা ১০০% ছাড়িয়ে যেতে পারে। এই ক্ষেত্রে বায়ু অতিসম্পৃক্ত হবে বলা হয়। ১০০% এর অধিক আপেক্ষিক আর্দ্রতায় এক খণ্ড বায়ুতে কিছু কণা অথবা একটি পৃষ্ঠতল যোগ করা হলে সেই নিউক্লিয়াসগুলোকে ঘিরে জলীয়বাষ্পের ঘনীভবন হবে অথবা বরফ তৈরি হবে, যার ফলে কিছু বাষ্প অপসারিত হবে এবং আর্দ্রতা হ্রাস পাবে।

আপেক্ষিক আর্দ্রতা বর্ষণ, শিশির বা কুয়াশার সম্ভাবনার একটি সূচক বা নির্দেশক হওয়ায় এটি আবহাওয়ার পূর্বাভাস এবং প্রতিবেদনে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মেট্রিক বা ব্যবধান ফাংশন।

উষ্ণ গ্রীষ্মের আবহাওয়ায় আপেক্ষিক আর্দ্রতার বৃদ্ধি মানুষ এবং অন্যান্য প্রাণীর ত্বক থেকে ঘর্ম-নিঃসরণ প্রক্রিয়ার স্বতঃবাষ্পীভবনে বিঘ্ন ঘটিয়ে এই সব জীবের ক্ষেত্রে আপাত তাপমাত্রার বৃদ্ধি ঘটায়। উদাহরণস্বরূপ, তাপ সূচক অনুযায়ী, বাযুর ৮০.০ °ফা (২৬.৭ °সে) তাপমাত্রায় ৭৫% আপেক্ষিক আর্দ্রতা ৮৩.৬ °ফা ±১.৩ °ফা (২৮.৭ °সে ±০.৭ °সে) তাপমাত্রার মতো অনুভূত হবে।

 

আপেক্ষিক আর্দ্রতা 70% বলতে কী বোঝায়?

বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70%-এর দ্বারা বোঝা যায় যে,

  • বায়ুর তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 70 ভাগ জলীয় বাষ্প ঐ বায়ুতে আছে।
  • বায়ুর তাপমাত্রায় ঐ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 70 ভাগ।
  • ঐ বায়ুর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 70 ভাগ।

 

Tags :

  • আপেক্ষিক আদ্রতা বেশি হলে কি? হয়আপেক্ষিক আদ্রতা ও চরম আদ্রতা পার্থক্য কি?
  • আপেক্ষিক আদ্রতা সর্বাধিক হয় কখন?
  • বায়ুর আপেক্ষিক আদ্রতা কম হলে বাষ্পায়ন কেমন হবে?
  • বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত?
  • আদ্রতা ৯০% বলতে কি বুঝায়?
  • আপেক্ষিক আদ্রতা সূত্র কি?
  • সম্পৃক্ত বায়ু কাকে বলে?
  • আপেক্ষিক আদ্রতা বলতে কী বোঝায়?
  • আপেক্ষিক আদ্রতা পরিমাপের একক কি?
  • যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলে?
  • আপেক্ষিক আদ্রতা 60 বলতে কি বুঝায়?
  • সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতার পরিমাণ কত?
  • শুষ্ক বায়ু কী?
  • আপেক্ষিক আদ্রতা পরিমাপের একক কি?
  • শুষ্ক বায়ুর আপেক্ষিক আদ্রতা কত?
  • পরম আদ্রতা কাকে বলে?
  • বিশেষ আদ্রতা কাকে বলে
  • নিরপেক্ষ আদ্রতা কাকে বলে?
  • তাপমাত্রা ও আদ্রতা সম্পর্ক কী?