অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য কি?

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজ আমরা আলোচনা করবো এনালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য কি? (What is difference between analog computer and digital computer?)

অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার অ্যানালগ ও ডিজিটাল কাকে বলে? তো চলুন আলোচনা করা যাক-

 

অ্যানালগ কম্পিউটার কাকে বলে? (What is called Analog Computer?)

যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলে।

 

ডিজিটাল কম্পিউটার কাকে বলে? (What is called Digital Computer?)

যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ক্রিয়া সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল কম্পিউটার বলে।

 

অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য কি? (What is difference between Analog computer and Digital computer in Bengali/Bangla?)

অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

অ্যানালগ কম্পিউটার (Analog computer)

  • অ্যানালগ কম্পিউটার বাহ্যিক অবস্থার উপর অনেক অংশই নির্ভরশীল।
  • সাধারণত কেমিক্যাল ল্যাবরেটরির মান নিয়ন্ত্রণে এবং পেট্রোল পাম্পের তেলপ্রবাহের পরিমাণ নির্ণয়ে, বাতাসের চাপ, তাপ, বায়ুপ্রবাহ, বিদ্যুৎ তরঙ্গ, শব্দ তরঙ্গ ইত্যাদি নির্ণয়ের ক্ষেত্রে অ্যানালগ কম্পিউটার ব্যবহৃত হয়।
  • অ্যানালগ কম্পিউটার ক্রমাগত পরিবর্তনশীল সংকেত বা অ্যানালগ সংকেত ব্যবহার করে।
  • অ্যানালগ কম্পিউটার সরবরাহকৃত উপাত্তগুলোকে বৈদ্যুতিক ভোল্টে রূপান্তর করে।
  • অ্যানালগ কম্পিউটার একটি পরিমাপক-ব্যবস্থা।
  • অ্যানালগ কম্পিউটারের আউটপুট সাধারণত কাটার মাধ্যমে দেখানো হয়।
  • অ্যানালগ কম্পিউটারে খরচ কম।
  • যেমন গাড়ির স্পীডমিটার, হার্টের বিট মাপার যন্ত্র ইত্যাদি।

ডিজিটাল কম্পিউটার (Digital computer)

  • ডিজিটাল কম্পিউটারের স্মৃতি শক্তির উপর নির্ভর করে। দশমিকের পর অনেক ঘর পর্যন্ত কাজ করতে পারে।
  • দৈনন্দিন কাজকর্ম, হিসাব-নিকাশ অতি দ্রুত ও নির্ভুলভাবে সম্পাদনের কাজে ডিজিটাল কম্পিউটার ব্যবহৃত হয়। এর সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ছাড়াও ডাটা সংগ্রহ, জন্ম মৃত্যু হারের গ্রাফ, সারি ও কলাম তৈরি, নকশা প্রণয়ন ইত্যাদি কাজ করা যায়।
  • ডিজিটাল কম্পিউটার বৈদ্যুতিক সংকেত ০ ও ১ ব্যবহার করে বুলিয়ান অ্যালজেবরার ভিত্তিতে কাজ করে।
  • ডিজিটাল কম্পিউটার সংখ্যা, বর্ণ বা চিহ্নকে সরাসরি বৈদ্যুতিক ছন্দে রূপান্তর করে।
  • ডিজিটাল কম্পিউটার মূলত একটি সংখ্যাগত ব্যবস্থা।
  • ডিজিটাল কম্পিউটারের আউটপুট স্ক্রীনে দেখানো হয়।
  • ডিজিটাল কম্পিউটারে খরচ বেশি।
  • পারসোনাল কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার ইত্যাদি।

 

Tags :

  • এনালগ ও ডিজিটাল মধ্যে পার্থক্য
  • এনালগ কম্পিউটার কাকে বলে
  • এনালগ ও ডিজিটাল সংকেতের মধ্যে পার্থক্য
  • এনালগ ডিজিটাল হাইব্রিড কম্পিউটার
  • এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়
  • Analog o digital computer er parthokko
  • ডিজিটাল কম্পিউটার এর মূলভিত্তি কি?
  • এনালগ কম্পিউটারের বৈশিষ্ট্য
  • Dos ও windows এর পার্থক্য
  • বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য
  • ডিজিটাল কম্পিউটারের সূক্ষ্মতা কত
  • হাইব্রিড কম্পিউটার কাকে বলে
  • ডিজিটাল কম্পিউটার কিভাবে কাজ করে