স্লাইড কি? (What is Slide in Bengali/Bangla?)
প্রেজেন্টেশনের এক একটি অংশ বা খন্ডের নাম স্লাইড। একটি প্রেজেন্টেশনে এক বা একাধিক স্লাইড থাকতে পারে। যেমন MS-Word এর ফাইলে থাকে এক বা একাধিক পৃষ্ঠা। কোন প্রেজেন্টেশনে কয়টি স্লাইড আছে তা জানা যায় Window এর স্ট্যাটাস বারে লক্ষ্য করলে। যেমন- Slide 3 of 10 থাকলে বুঝা যায় চলমান প্রেজেন্টেশনে আছে দশটি স্লাইড এবং চলমান (Active) স্লাইড তিন নাম্বার স্লাইড।
স্লাইডে টেক্সট সংযুক্ত করার প্রক্রিয়া
স্লাইডে টেক্সট সংযুক্ত করার প্রক্রিয়া নিম্নরূপ :
- Insert রিবনে ক্লিক করতে হবে।
- Text Box আইকনে ক্লিক করে স্লাইডে মাউস পয়েন্টার চেপে ধরে টানলে বক্সের মতো দাগ দেখা যাবে।
- এখন ঐ মাউসের কার্সরটি ক্লিক করতে হবে। প্রয়োজনে মাউসের ডান বাটনে ক্লিক করে Edit Text সিলেক্ট করতে হবে। এবারে প্রয়োজনীয় টেক্সট টাইপ করে বক্সে সংযোগ করা বা লেখা যাবে।
পাওয়ার পয়েন্টে স্লাইড কাকে বলে?
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড (Slide) বলে। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেক পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে।
Tags :
- গুগল স্লাইড কি?
- স্লাইড ডিজাইন কি?
- প্রেজেন্টেশন কি?
- স্লাইড ক্যালিপার্স
- Slide object বলা হয় কাকে?
- স্লাইড রুল কি?
- কম্পিউটার স্লাইড কি?
- Google Slides এর কাজ কি?
- স্লাইড তৈরি উইন্ডোর বাম পাশে কি থাকে?
- প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলা হয়?
- পাওয়ারপয়েন্টে কিভাবে স্লাইডশো দেখা যায়?
- স্লাইডে ছবি ইনসার্ট করার সঠিক ধাপ কোনটি?