সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর

কম্পিউটার (Computer)

প্রশ্ন-১. প্রসেসরের প্রধান কাজ কি?

উত্তর : প্রসেসরের প্রধান কাজ গতি বৃদ্ধি করা।

প্রশ্ন-২. ল্যান কার্ড কোথায় সংযুক্ত থাকে?

উত্তর : মাদারবোর্ড এ ল্যান কার্ড সংযুক্ত থাকে।

প্রশ্ন-৩. The brain of computer বলা হয় কোনটিকে?

উত্তর : The brain of computer বলা হয় প্রসেসরকে।

প্রশ্ন-৪. মনিটর কয় প্রকার?

উত্তর : মনিটর ৪ প্রকার। যথা: CRT,LED,LCD,HD।

প্রশ্ন-৫. সিপিইউ-কে মানবদেহের কিসের সাথে তুলনা করা হয়?

উত্তর : সিপিইউ কে মানবদেহের মস্তিষ্কের সাথে তুলনা করা যায়।

প্রশ্ন-৬. সবচেয়ে শ্রেষ্ঠ মাদারবোর্ডের নাম কি?

উত্তর : সবচেয়ে শ্রেষ্ঠ মাদারর্বোড হলো Asus, Gigabyte, Hp, dll

প্রশ্ন-৭। যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে কী বলে?

উত্তরঃ ইনপুট ডিভাইস।

প্রশ্ন-৮। CPU-এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Central Processing Unit

 

রসায়ন (Chemistry)

প্রশ্ন-১. খাবার সোডার সংকেত কী?

উত্তর : NaHCO3।

প্রশ্ন-২. ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইডের সংকেত কী?

উত্তর : MnO2।

প্রশ্ন-৩. কোনটি Mollusca পর্বের প্রাণী?

উত্তর : ঝিনুক।

প্রশ্ন-৪. কুইক লাইমের সংকেত কি?

উত্তর : CaO।

প্রশ্ন-৫. দ্বিপদ নামকরণ প্রথা প্রবর্তন করেন কে?

উত্তর : ক্যারোলাস লিনিয়াস।

প্রশ্ন-৬. নিশাদলের রাসায়নিক নাম কী?

উত্তর : অ্যামোনিয়াম ক্লোরাইড।

প্রশ্ন-৭. অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে কোন বিক্রিয়া বলে।

উত্তর : প্রশমন বিক্রিয়া।

প্রশ্ন-৮. ভিনেগারের সংকেত কী?

উত্তর : CH3COOH।

প্রশ্ন-৯. মোমের দহন কী ধরনের পরিবর্তন?

উত্তর : ভৌত পরিবর্তন।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)

প্রশ্ন-১. সবচেয়ে জনপ্রিয় ই-বুক রিডারের নাম কী?

উত্তর : সবচেয়ে জনপ্রিয় ই-বুক রিডারের নাম অ্যামাজন ডটকমের কিন্ডল।

প্রশ্ন-২. ব্রাউজিং অর্থ কি?

উত্তর : ব্রাউজিং অর্থ ইন্টারনেটে এক সাইট হতে অন্য সাইটে ভ্রমণ করা।

প্রশ্ন-৩. সর্বপ্রথম কপিরাইট আইন কতসালে প্রণয়ন হয়?

উত্তর : সর্বপ্রথম কপিরাইট আইন ১৯৬২ সালে প্রণয়ন করা হয়।

প্রশ্ন-৪. VPN এর পূর্ণরুপ কি?

উত্তর : VPN এর পূর্ণরুপ হলো: Virtual private network।

প্রশ্ন-৫. চার্লস ব্যাবেজ আবিষ্কৃত দুটি গণনাযন্ত্রের নাম লিখ?

উত্তর : চার্লস ব্যাবেজের আবিষ্কৃত দুটি যন্ত্রের নাম হলো–

১. ডিফারেন্স ইঞ্জিন

২. এনালিটিক্যাল ইঞ্জিন

প্রশ্ন-৬। বর্তমান যুগকে বলা হয়-

উত্তরঃ তথ্য যুগ।

প্রশ্ন-৭। বর্তমান সময়কে বলা হয়-

উত্তরঃ তথ্য প্রযুক্তির যুগ।

প্রশ্ন-৮। মোবাইল ফোনের সাহায্যে কী করা সম্ভব?

উত্তরঃ কথা বলা, গান শোনা ও হিসাব করা।

 

কৃষিশিক্ষা

প্রশ্ন-১। বাংলাদেশের অর্থনীতি কেমন?

উত্তরঃ কৃষিভিত্তিক।

প্রশ্ন-২। বাংলাদেশের কৃষির প্রধান সমস্যা কয়টি?

উত্তরঃ ৪টি।