ম্যাগনেসিয়াম (Magnesium) কি? ম্যাগনেসিয়ামের ধর্ম

ম্যাগনেসিয়াম (Magnesium) একটি রাসায়নিক মৌল যার রাসায়নিক প্রতীক Mg এবং এর পারমাণবিক সংখ্যা ১৫। এটি একটি চকচকে ধূসর বর্ণের ধাতু যা পর্যায় সারণির দ্বিতীয় গ্রুপে অবস্থিত।

প্রতীক : Mg

নাম : ম্যাগনেসিয়াম

পারমাণবিক সংখ্যা : ১৫

পারমাণবিক ভর : ২৪.৩০৫

মৌলের শ্রেণী : মৃৎ ক্ষার ধাতু

শ্রেণী : ২

পর্যায় : ৩

ব্লক : s-ব্লক

ইলেকট্রন বিন্যাস : [Ne] 3s2

 

মহাজগতে মৌলের প্রাচুর্যের দিক বিচারে ম্যাগনেসিয়াম নবম স্থানে রয়েছে। এটা উৎপন্ন হয় বিশাল এবং পুরানো তারকায় ২টি হিলিয়াম নিউক্লিয়াস ও একটি কার্বন নিউক্লিয়াসের সাথে অনুক্রমিকভাবে যুক্ত হয়ে। যখন এসব তারকা অতিনবতারা বা সুপারনোভা হিসেবে বিষ্ফোরিত হয়, এতে বিপুল পরিমানে ম্যাগনেসিয়াম মহাশূন্যে ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে পুনরায় নতুন তারকা সৃষ্টিতে ব্যবহৃত হতে পারে। পৃথিবীর ভূত্বকের উপাদানের প্রাচুর্যের দিক থেকে অষ্টম মৌল এবং লোহা, অক্সিজেন এবং সিলিকনের পর এটা চতুর্থতম সুলভ উপাদান যা পৃথিবীর ১৩% ভর এবং আবরনের বিশাল অংশ সৃষ্টি করে। সোডিয়াম এবং ক্লোরিনের পর সমুদ্রজলে সবচেয়ে বেশি দ্রবীভূত উপাদানের মধ্যে এটি তৃতীয়।

ম্যাগনেসিয়াম স্বাভাবিকভাবেই অন্যান্য উপাদানের সাথে মিলিত হয়, যেখানে এটি অনির্দিষ্টভাবে একটি +2 অক্সিডেশন অবস্থায় থাকে।এই মুক্ত মৌলটি(ধাতু) কৃত্রিমভাবে তৈরী করা যায় এবং এটি খুব বেশি সক্রিয়(যদিও বায়ুমন্ডলের উপস্থিতিতে এর ওপর অক্সাইডের একটি পাতলা আবরন তৈরী হয় যা ধাতুটির সক্রিয়তা হ্রাস করে)। ধাতুটি খুব উজ্জ্বল সাদা অলো উৎপন্ন করে পুড়ে। এটি এখন মূখ্যভাবে সমুদ্রজলে উপস্থিত থাকা ম্যাগনেসিয়াম লবণ এর তড়িৎ বিশ্লেষনের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং অ্যালুমিনিয়াম-ম্যাগনেসিয়াম সংকর ধাতুর(ম্যাগনেলিয়াম বা ম্যাগনালিয়াম) একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

মানবদেহে ভরের দিক থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় এরকম উপাদানের মধ্যে ম্যাগনেসিয়াম এগারোতম উপাদান এবং এটি দেহের প্রত্যেকটি কোষ এবং ৩০০ টি এনজাইমের জন্য প্রয়োজনীয়।ম্যাগনেসিয়াম আয়ন এটিপি, ডিএনএ এবং আরএনএ হিসাবে পলিফসফেট যৌগের সাথে ক্রিয়া করে। এনজাইমের শত শত কাজ করতে ম্যাগনেসিয়াম আয়ন প্রয়োজন। ম্যাগনেসিয়াম যৌগগুলি সাধারণ ল্যাক্সটিভস, অ্যান্টাকিডস (যেমন, ম্যাগনেসিয়া দুধ), এবং অ্যাক্ল্যাম্প্সিয়ার মতো অস্বাভাবিক নার্ভ উত্তেজক বা রক্তবাহী নালী স্থিতিশীল করতে ব্যবহৃত হয়।

 

ম্যাগনেসিয়ামের ধর্ম

ভৌত ধর্ম : ম্যাগনেসিয়াম উজ্জ্বল রুপালি বর্ণের ধাতু। এর গলনাঙ্ক ৬৫০°C এবং এর স্ফুটনাঙ্ক ১০৯০°C।

রাসায়নিক ধর্ম : ম্যাগনেসিয়াম খুব ইলেকট্রোপজিটিভ, ফলে তা অত্যন্ত সক্রিয় ও শক্তিশালী বিজারক। পর্যায় সারণিতে গ্রুপ-২ এর সদস্য হওয়ায় এর রাসায়নিক ধর্ম ক্যালসিয়ামের মতো। উদাহরণস্বরূপ শেষ কক্ষপথে এর দুটো ইলেকট্রন থাকায় এর যোজনী ২। তবে এর সক্রিয়তা ক্যালসিয়াম অপেক্ষা কম।

 

Tags :

  • ম্যাগনেসিয়াম এর উপকারিতা
  • ম্যাগনেসিয়াম কি কাজ করে
  • ম্যাগনেসিয়াম ঔষধ
  • ম্যাগনেসিয়াম ধাতু
  • ম্যাগনেসিয়াম এর ব্যবহার
  • ম্যাগনেসিয়াম এর প্রতীক
  • ম্যাগনেসিয়াম কি কি কাজ করে?
  • ম্যাগনেসিয়াম কিসের জন্য ব্যবহৃত হয়
  • ম্যাগনেসিয়াম এর আণবিক ভর কত?
  • ম্যাগনেসিয়াম অক্সাইড এর ব্যবহার
  • ম্যাগনেসিয়াম এর অভাবজনিত লক্ষণ
  • ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস
  • ম্যাগনেসিয়াম ট্যাবলেট এর উপকারিতা
  • ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট
  • ম্যাগনেসিয়াম সারের কাজ কি
  • ম্যাগনেসিয়াম সালফেট এর কাজ কি
  • ম্যাগনেসিয়াম সার