যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।
বাংলা ব্যাকরণ মতে– বাক্যে ব্যবহৃত যে পদ, বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে, তাকেই বিশেষণ বলে। যেমন—
*বিশেষ্যের বিশেষণ – লাল রক্ত;
*সর্বনামের বিশেষণ – করুণাময় তুমি;
*ক্রিয়ার বিশেষণ – আস্তে যাও।
বিশেষণ পদ কত প্রকার?
বিশেষণ পদ পাঁচ প্রকার। যথাঃ
(ক) বিশেষ্যের বিশেষণ,
(খ) বিশেষণের বিশেষণ,
(গ) সর্বনামের বিশেষণ,
(ঘ) অব্যয়ের বিশেষণ ও
(ঙ) ক্রিয়ার বিশেষণ।
ক. বিশেষ্যের বিশেষণ : যে পদ বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষ্যের বিশেষণ বলে। যেমন- ভাল মানুষ, লাল ফুল ইত্যাদি।
খ. বিশেষণের বিশেষণ : যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন- কাঁঠালটি খুব মিষ্টি।
গ. সর্বনামের বিশেষণ : যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদকে বিশেষিত করে তাকে সর্বনামের বিশেষণ বলে। যেমন- তিনি সুখি, সে পরিশ্রমী।
ঘ. ক্রিয়া বিশেষণ : যে বিশেষণ পদ ক্রিয়ার গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন- তাড়াতাড়ি খাও, ধীরে চল ইত্যাদি।
ঙ. অব্যয়ের বিশেষণ : যে বিশেষণ পদ কোনো অব্যয় পদকে বিশেষভাবে প্রকাশ করে তাকে অব্যয়ের বিশেষণ বলে। যেমন- এ জামাটা প্রায় তোমার জামার মতো।
সাধিত বিশেষণ কাকে বলে?
যে বিশেষণকে ব্যাকরণগতভাবে এক বা একাধিক ক্ষুদ্রতর অংশে রূপান্তর বা বিভক্ত করা যায় তাকে সাধিত বিশেষণ বলে। সাধিত বিশেষণ ব্যাকরণগতভাবে বিভাজ্য। যেমন–
- ই-প্রত্যয়যোগে : বাঙালি, দরকারি, জরুরি।
- বিশেষত্বের দ্বিত্ব : হাসি হাসি মুখ, ছাই ছাই রং।
Tags :
- বিশেষণ পদ কাকে বলে উদাহরণ;
- বিশেষ্য ও বিশেষণ পদ কাকে বলে?
- বিশেষণ পদ কাকে বলে কত প্রকার ও কি কি?
- ক্রিয়া বিশেষণ চেনার উপায় কি?
- বিশেষণ শব্দ কাকে বলে?
- সর্বনাম পদ কাকে বলে?
- বিশেষণ কাকে বলে উদাহরণসহ
- বিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা কর
- বিশেষ্য কাকে বলে উদাহরণ দাও
- বিশেষণ পদের উদাহরণ
- বিশেষণ পদের শ্রেণীবিভাগ
- বিশেষণ পদের অনুশীলনী
- ক্রিয়া বিশেষণ কাকে বলে উদাহরণ
- বিশেষ্য ও বিশেষণ কি?
- বিশেষণ কয় প্রকার কি কি?
- বিশেষণ পদ কোনটি?
- শুধু কী পদ?
- বিশেষণ পদ কাকে বলে কত প্রকার ও কি কি
- বিশেষণ কাকে বলে উদাহরণসহ বিশেষণের শ্রেণিবিভাগ আলোচনা কর
- বিশেষ্য ও বিশেষণ উদাহরণ
- বিশেষণ শব্দ
- ক্রিয়া বিশেষণ উদাহরণ
- বিশেষণ পদের উদাহরণ
- বিশেষণ বিশেষণ
- বিশেষণ তালিকা
- বিশেষ্য ও বিশেষণ পদ কাকে বলে
- বিশেষণ পদ কাকে বলে উদাহরণ
- ক্রিয়া বিশেষণ কাকে বলে
- নাম বিশেষণ কাকে বলে
- বিশেষ্য পদ কত প্রকার
- ক্রিয়া বিশেষণ কাকে বলে উদাহরণ