বায়োগ্যাস কাকে বলে? বায়োগ্যাসের উপাদান গুলি কি কি?

বায়োগ্যাস কাকে বলে? (What is called Biogas in Bengali/Bangla?)

গাছপালা, লতাপাতা, গোবর, আবর্জনা ইত্যাদি জৈব পদার্থ ব্যাকটেরিয়ার সাহায্যে পঁচে ফারমেন্টেশন বা গাঁজন পদ্ধতিতে যে বর্ণহীন, দুর্গন্ধহীন দাহ্য গ্যাসের সৃষ্টি হয়, তাকে বায়োগ্যাস (Biogas) বলে। বায়োগ্যাস তৈরির প্রধান কাঁচামাল হলো প্রাণীর মলমূত্র ও পানি। সাধারণভাবে গোবর, পাতা, খড়কুটো, উদ্ভিজ্জাত আবর্জনা এবং পানি বায়োগ্যাস তৈরি করতে ব্যবহার করা হয়।

বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস। এছাড়াও বায়োগ্যাসে কার্বন ডাই অক্সাইড, সালফার ও অন্যান্য গ্যাস মিশ্রিত থাকে।

 

বায়োগ্যাস উৎপাদনের মূলনীতি

অক্সিজেনের অনুপস্থিতিতে কোন জৈব পদার্থকে পচানো হলে সেখান হতে বায়োগ্যাস উৎপাদিত হয়। এই প্রক্রিয়াকে এনারবিক ডাইজেশন (Anaerobic digestion) বলে। যার মাধ্যমে কিছু অণুজীব জৈব পদার্থকে ভেঙে মূলত মিথেন এবং কার্বন-ডাই অক্সাইড উৎপন্ন করে।

 

বায়োগ্যাস তৈরির কাঁচামাল

যেকোন পচনশীল বস্তু বায়োগ্যাস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমনঃ

  • মলমূত্র (মানুষ, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাস, মুরগী ইত্যাদি)
  • তরি-তরকারি, ফল-মূল ও মাছ-মাংসের ফেলনা অংশ
  • লতাপাতা, বিভিন্ন আবর্জনা ও কচুরিপানা

 

বিভিন্ন ধরনের বায়োগ্যাস প্ল্যাণ্ট

বায়োগ্যাস উৎপাদনের জন্য প্রধানত দুধরনের প্ল্যাণ্ট ব্যবহৃত হয়। এগুলো হল–

  • ফিক্সড ডোম বায়োগ্যাস প্লাণ্ট
  • ভাসমান ডোম বায়োগ্যাস প্লাণ্ট

এছাড়াও আরও কয়েক ধরনের বায়োগ্যাস প্ল্যাণ্ট রয়েছে। যেমন–

  • বেলুন প্ল্যাণ্ট,
  • অনুভূমিক প্ল্যাণ্ট,
  • আর্থ পিট প্ল্যাণ্ট,
  • ফেরোসিমেন্ট প্ল্যাণ্ট।

 

বায়োগ্যাসের ব্যবহার (Use of Biogas)

বায়োগ্যাসের ব্যবহার নিচে দেয়া হলো:

  • রান্নার কাজে বায়োগ্যাস ব্যবহার করা হয়।
  • বাতি জ্বালাতে বায়োগ্যাস ব্যবহার করা হয়।
  • এ গ্যাস ব্যবহার করে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
  • এ গ্যাস ব্যবহার করে পাম্পের সাহায্যে জমিতে সেচ দেয়া যায়।
  • বায়োগ্যাস দিয়ে গাড়ি চালানো যায়।

 

বায়োগ্যাস ব্যবহারের সুবিধা (Advantages of Using Biogas)

নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বায়োগ্যাসের অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমন–

  • অল্প জায়গায় এই প্লাণ্ট তৈরি করা যায়৷
  • এই প্লাণ্ট অনেকদিন টিকে থাকে এবং কাজ করে৷
  • আবর্জনা ও দুর্গন্ধমুক্ত স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে ওঠে৷
  • উপাদানগুলো পঁচে দুর্গন্ধ ছড়ায় না৷ মশা-মাছি জণ্মায় না৷
  • রাঁধুনীর শারীরিক ধকল কমে৷
  • জমির জন্য উন্নতমানের সার পাওয়া যায়৷
  • গ্রামের জীবনযাত্রায় আধুনিকতা আসে৷
  • বায়োগ্যাসের বর্জ্য জৈবসার হিসেবে ব্যবহার করা যায়৷
  • জ্বালানির জন্য গাছপালার উপর চাপ কম পড়ে।
  • অনবায়নযোগ্য শক্তির উপর চাপ কমে।
  • বায়োগ্যাসের কারণে বাড়িতে গবাদি পশুর খামার গড়তে উৎসাহিত হয়।
  • বায়োগ্যাসের বর্জ্য মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
  • বায়োগ্যাস ব্যবহার করলে গ্রীনহাউজ গ্যাসের স্তর ক্ষয় কম হয়।
  • বায়োগ্যাসের ফলে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
  • এই শক্তি ব্যবহারের ফলে মিথেন গ্যাস তৈরি হয় যা চাষের কাজে ব্যবহৃত হয়।

 

বায়োগ্যাস ব্যবহারের অসুবিধা (Disadvantages of Using Biogas)

  • প্লাণ্ট তৈরি করতে এককালীন বেশকিছু টাকার দরকার হয়।
  • কাঁচামালের জন্য নিজেদের গরু-ছাগল, হাঁস-মুরগী থাকতে হয়।
  • বায়োগ্যাস প্লাণ্ট সাধারণভাবে তৈরি করা যায় না।
  • শীতকালে তাপমাত্রা কমে গেলে গ্যাসের উৎপাদন কমে যায়।

 

Tags :

  • বায়োমাস ও বায়োগ্যাস কি
  • বায়োগ্যাসের উপাদান গুলি কি কি
  • বায়োগ্যাস বলতে কী বোঝায়?
  • বায়োগ্যাস এর কাজ কি?
  • বায়োগ্যাসের অপর নাম কী?
  • বায়োগ্যাস প্লান্ট তৈরির নিয়ম
  • বায়োগ্যাস কিভাবে তৈরি করা হয়
  • বায়ো প্লান্ট কি?
  • বায়োগ্যাসে মিথেনের পরিমাণ কত?
  • বায়োগ্যাস উৎপাদনে গোবর ও পানির অনুপাত কত?
  • বায়ু গ্যাসের প্রধান উপাদান কি?
  • জৈব গ্যাস কি থেকে তৈরি হয়
  • বায়োগ্যাস কি নবায়নযোগ্য
  • ইডকল বায়োগ্যাস
  • বায়োগ্যাসের সংজ্ঞা লেখো।
  • বায়োগ্যাসের দুটি ব্যবহার লেখ
  • যুব উন্নয়ন কার্যক্রম এর বায়োগ্যাস প্লান্ট
  • বায়োগ্যাস কি নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় কেন
  • বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী
  • বায়োগ্যাস প্লান্ট চিত্র
  • বায়োগ্যাস প্লান্ট তৈরির খরচ
  • বায়োগ্যাস প্রকল্প
  • বায়োগ্যাস কি জীবাশ্ম জ্বালানি
  • বায়োগ্যাস প্লান্ট তৈরির প্রতিষ্ঠান
  • বায়োগ্যাস প্লান্ট বাংলাদেশ
  • বায়োগ্যাস প্রকল্প
  • বায়োগ্যাস প্লান্ট তৈরির খরচ