প্রশ্ন-১. শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : শামসুর রাহমান ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২. শামসুর রাহমান সারাজীবন কীসের পক্ষে ছিলেন?
উত্তর : শামসুর রহমান সারাজীবন গণতন্ত্রের পক্ষে ছিলেন।
প্রশ্ন-৩. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটির রচয়িতা শামসুর রাহমান।
প্রশ্ন-৪. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন-৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর : ‘ফ্রেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি গদ্য ছন্দে রচিত।
প্রশ্ন-৬. ‘ফ্রেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কোন পটভূমিতে রচিত?
উত্তর : ‘ফ্রেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি উনিশশো ঊনসত্তর সালের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত।
প্রশ্ন-৭. রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে কে?
উত্তর : রাজপথে শূন্যে ফ্ল্যাগ তোলে সালাম।
প্রশ্ন-৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় আমাদের চেতনার রং কী?
উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় আমাদের চেতনার রং একুশের কৃষ্ণচূড়ার মতো লাল।
প্রশ্ন-৯. কোন ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে?
উত্তর : কৃষ্ণচূড়া ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে।
প্রশ্ন-১০. ‘হরিৎ উপত্যকা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘হরিৎ উপত্যকা’ শব্দের অর্থ সবুজ উপত্যকা।
প্রশ্ন-১১. কার অশ্রুজলে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে?
উত্তর : দুঃখিনী মাতার অশ্রুজলে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে।
প্রশ্ন-১২. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কীসের বিকাশে শ্রেষ্ঠ শিল্পকর্ম হয়ে উঠেছে?
উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি গদ্যছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে শ্রেষ্ঠ শিল্পকর্ম হয়ে উঠেছে।
প্রশ্ন-১৩. কৃষ্ণচূড়া কীসের প্রতীক হয়ে উঠেছে?
উত্তর : কৃষ্ণচূড়া শহীদের, বিপ্লবী-বিদ্রোহীদের প্রেরণার প্রতীক হয়ে উঠেছে।
প্রশ্ন-১৪. আসাদুজ্জামান কোন আন্দোলনে শহিদ হন?
উত্তর : আসাদুজ্জামান ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহিদ হন।
প্রশ্ন-১৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে?
উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় দুঃখিনী মাতার অশ্রুজলের কথা বলা হয়েছে।
প্রশ্ন-১৬. বরকত কোথায় বুক পাতে?
উত্তর : বরকত ঘাতকের থাবার সম্মুখে বুক পাত।
প্রশ্ন-১৭. কৃষ্ণচূড়াকে কাদের রক্তের বুদ্বুদ মনে হয়?
উত্তর : কৃষ্ণচূড়াকে শহীদের রক্তের বুদ্বুদ মনে হয়।
প্রশ্ন-১৮. শহরের পথে থরে থরে নিবিড় হয়ে কি ফুটেছে?
উত্তর : কৃষ্ণচূড়া ফুল।
প্রশ্ন-১৯. ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে?
উত্তর : বরকত।
প্রশ্ন-২০. ফেব্রুয়ারি ১৯৬৯ কোন ধরনের কবিতা?
উত্তর : সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও গণজাগরণের জন্য উদ্বুদ্ধ করার মতো একটি কবিতা।
Tags :
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার পটভূমি কি?
একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কেন?
মানবিক বাগান বলতে কি বুঝায়
সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা ব্যাখ্যা কর।
সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা ব্যাখ্যা কর।
মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ এখানে কমলবন কোন অর্থ বহন করে
সেই ফুল আমাদেরই প্রাণ বলতে কি বুঝানো হয়েছে
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন ধরনের কবিতা
এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে কী বোঝানো হয়েছে
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় রক্তের বুদ্বুদ বলতে কি বুঝানো হয়েছে
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা pdf
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা আবৃতি
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার লাইন কয়টি
ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় হৃদয়ের হরিৎ উপত্যকা বলতে কী বোঝানো হয়েছে?
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় প্রতিফলিত হয়েছে কি
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার বহুনির্বাচনি
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার mcq pdf
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে
চতুর্দিকে/ মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ’- বলতে কী বোঝানো হয়েছে?