কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোন নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তবে ঐ কণার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এই গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে।
উদাহরণঃ
(ক) সূর্যের চারিদিকে পৃথিবীর গতি (উপবৃত্তাকার)।
(খ) ঘড়ির কাঁটার শীর্ষবিন্দুর (বা যেকোন বিন্দুর) গতি (বৃত্তাকার)
(গ) মসৃণ বাটির মধ্যে কিনার থেকে ছেড়ে দেয়া একটি মার্বেলের এদিক-ওদিক গতি (অর্ধগোলকার)।
(ঘ) 4° অপেক্ষা বেশি কৌণিক বিস্তারে দোলায়মান একটি সরল দোলকের ববের গতি (চাপ আকার)
(ঙ) 4° অপেক্ষা কম কৌণিক বিস্তারে দোলায়মান একটি সরল দোলকের ববের গতি (সরলরৈখিক)
(চ) বাষ্প বা পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি (সরলরৈখিক)
(ছ) কম্পনশীল সুর শলাকার বাহুর গতি (সরলরৈখিক)
(জ) স্প্রিং-এর গতি (সরলরৈখিক)
যদি সরল পথে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণার ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ঐ বিন্দু অভিমুখী হয় তাহলে কণার ঐ গতিকে সরল ছন্দিত স্পন্দন (Simple Harmonic Oscillation) বলে।
পর্যায়বৃত্ততা (Periodicity)
নির্দিষ্ট সময় পর পর কোনো ঘটনার পুনরাবৃত্তি বা নির্দিষ্ট দূরত্ব পর পর কোনো কিছুর পুনরাবৃত্তিকে বলা হয় Periodicity বা পর্যায়বৃত্ততা।
পর্যায়বৃত্ততাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যথাঃ
১। কালিক পর্যাক্রম (Temporal Periodicity) : সময়ের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে কালিক পর্যাক্রম বা Temporal Periodicity বলে। উদাহরণস্বরূপ, দোলায়মান সরল দোলক একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে আসে, বর্ষাকাল একটি নির্দিষ্ট সময় পর পর ফিরে আসে।
২। স্থানিক পর্যাক্রম (Spatial Periodicity) : স্থানের সাথে যখন কোনো কিছুর নিয়মিত পুনরাবৃত্তি ঘটে তখন তাকে স্থানিক পর্যাক্রম বা Spatial Periodicity বলে। উদাহরণস্বরূপ, কঠিন পদার্থে কেলাসের অণু, পরমাণু, বা আয়নগুলো নির্দিষ্ট দূরত্ব পর পর পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত থাকে।
অনুশীলনী
১। ঘড়ির সেকেন্ডের কাঁটার গতি কোন ধরনের গতি?
উত্তর : পর্যাবৃত্ত গতি।
২। পর্যাবৃত্ত গতি ও সরল ছন্দিত গতির পার্থক্য কী?
উত্তর : পর্যাবৃত্ত গতি সরলরৈখিক নাও হতে পারে (যেমন, বৃত্তাকার)। কিন্তু সরল ছন্দিত গতি সর্বদাই সরলরৈখিক হয়।
সরল ছন্দিত গতির ক্ষেত্রে ত্বরণ, সাম্যাবস্থান হতে সরণের সমানুপাতিক হয়। কিন্তু পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এরূপ কোনো শর্ত নেই।
৩। কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে?
উত্তর : পর্যাবৃত্ত গতি।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নিয়মিত ব্যবধানে কোনো কিছুর পুনঃপুনঃ সংঘটিত হওয়াকে কী বলে?
ক) সরল ছন্দিত
খ) পর্যাবৃত্ততা
গ) পর্যাবৃত্ত গতি
ঘ) স্থিতিস্থাপকতা
সঠিক উত্তর : খ
২। পর্যায়ক্রমকে কয়ভাবে বর্ণনা করা যায়?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
সঠিক উত্তর : ক
৩। নিচের কোনটি অধিক পর্যাবৃত্ত?
ক) ঘড়ির মিনিটের কাঁটা
খ) নাগোরদোলা
গ) মাইক্রোবাস
ঘ) নদীর স্রোত
সঠিক উত্তর : ক
Tags :
পর্যায়বৃত্ততা কাকে বলে?
পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতির পার্থক্য কি?; পর্যাবৃত্ত গতি কেমন?; পর্যাবৃত্ত গতি মানে কি?; পর্যায়বৃত্ত গতি hsc; সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি?; পর্যাবৃত্ত গতির উদাহরণ; বৈদ্যুতিক পাখার গতি পর্যাবৃত্ত গতি কেন?; উপবৃত্তাকার গতি কাকে বলে?; কোনটি স্পন্দন গতি?; সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি নয় কেন?; কম্পমান সুরশলাকার গতি কী ধরনের গতি?; পর্যায়বৃত্ত গতি কত প্রকার?; সরল স্পন্দন গতি কাকে বলে?; ঘূর্ণন গতি ও পর্যাবৃত্ত গতির পার্থক্য কি?;