ঢাল কাকে বলে?

কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট (tangent)-কে ঢাল বলে। ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। অতএব, x-অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ θ ও ঢাল m এর সম্পর্ক হলো m = tanθ।

x-অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ সূক্ষ্মকোণ হলে ঢাল ধনাত্মক এবং স্থূলকোণ হলে ঢাল ঋণাত্মক।

 

Tags :

  • ঢাল বলতে কি বুঝায়?
  • ঢাল কখন সমান হয়?
  • ঢাল এর একক কি?
  • ঢালকে M দ্বারা প্রকাশ করা হয় কেন?
  • অর্থনীতিতে ঢাল কাকে বলে
  • ঢাল কত প্রকার
  • ঢাল নির্ণয়ের সূত্র physics
  • 7x 7y 14 এর ঢাল কত
  • সরলরেখার ঢাল কাকে বলে
  • উত্তল ঢাল কাকে বলে
  • সমীকরণের ঢাল নির্ণয়ের সূত্র
  • ঢাল তলোয়ার
  • কোন রেখার ঢাল ধনাত্মক
  • রৈখিক সমীকরণ কাকে বলে