ইলেকট্রিক্যাল পাওয়ারকে জেনারেটিং স্টেশন বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে সাব-স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে ট্রান্সমিশন বলে। এতে পােল, টাওয়ার, কন্ডাক্টর, ট্রান্সফরমার ইত্যাদি প্রয়ােজন হয়। বাংলাদেশে ট্রান্সমিশন ভােল্টেজ সাধারণত ২৩০ কেভি, ১৩২ কেভি, ৬৬ কেভি ও ৩৩ কেভি।
ট্রান্সমিশন লাইন (Transmission Line)
ট্রান্সমিশন লাইন হলো এমন এক ধরনের লাইন যা উচ্চ পরিমান জেনারেটেড পাওয়ার কে পরিবাহী তারের মাধ্যমে দুরবর্তী এক স্টেশন থেকে অন্য স্টেশনে প্রেরন করে থাকে।
প্রাইমারি ট্রান্সমিশন কাকে বলে? (What is called Primary Transmission in Bengali/Bangla?)
জেনারেটিং স্টেশনের ট্রান্সফরমার থেকে সাব-স্টেশনের ট্রান্সফরমার পর্যন্ত বিদ্যুৎ শক্তি পৌঁছানাের ব্যবস্থাকে প্রাইমারি ট্রান্সমিশন বলে। প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ সাধারনত ১১০কেভি, ১৩২কেভি, ২৩০কেভি, ৪০০কেভি পর্যন্ত বা আরোও বেশি হতে পারে।
সেকেন্ডারি ট্রান্সমিশন কাকে বলে? (What is called Secondary Transmission in Bengali Bangla?)
এক সাব-স্টেশনের ট্রান্সফরমার থেকে অন্য সাব-স্টেশনের ট্রান্সফরমারে বিদ্যুৎ শক্তি পৌঁছানাের ব্যবস্থাকে সেকেন্ডারি ট্রান্সমিশন বলে। সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজের চেয়ে কম।
ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি?
বিদ্যুৎ উৎপাদন এবং ডিস্ট্রিবিউশন এর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো এসি ব্যবস্থা এবং ট্রান্সমিশন এর জন্য ডিসি ব্যবস্থা।
বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত?
বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ ৪০০ কেভি যেটি বিবিয়ানা কালিয়াকৈর অবস্থিত।
উচ্চ ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনের সুবিধা কি কি?
- লাইনের লস কম হয়।
- লাইনের ভোল্টেজ ড্রপ অনেক কম হয়।
- ট্রান্সমিশন দক্ষতা বৃদ্ধি পেয়ে থাকে।
- কম আয়তনের পরিবাহী লাগে।
- পাওয়ার ট্রান্সমিশনে খরচ কম হয়।
Tags :
- ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লাইন কি?
- ট্রান্সমিশন মোড কি?
- ট্রান্সমিশন লাইনের প্রকারভেদ;
- ট্রান্সমিশন মোড কি?
- ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কাকে বলে?
- ট্রান্সমিশন লাইন কত প্রকার?
- ট্রান্সমিশন সিস্টেম কাকে বলে?
- ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল এনার্জি pdf;
- বাংলাদেশে সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত?
- ট্রান্সমিশন লাইনে কি কি তার ব্যবহার করা হয়?
- ট্রান্সমিশন লাইনে কি কি ফল্ট হয়?