চুম্বক : যে বস্তু চৌম্বকক্ষেত্র সৃষ্টি করে, ফলে অন্য চুম্বক বা চৌম্বক পদার্থের ওপর বল প্রয়োগ করে তাকে চুম্বক বলে। সাধারণ অর্থে যেসব বস্তু লোহা, নিকেল প্রভৃতিকে আকর্ষণ করে সে সবাই বস্তুকে চুম্বক হিসেবে গণ্য করা হয়। চুম্বকের দুটি ধর্ম রয়েছে। যথা: ক. আকর্ষণীয় ধর্ম এবং খ. দিক নির্দেশক ধর্ম।
চুম্বকত্ব : কোন চুম্বকের আকর্ষণী ও দিকনির্দেশক ধর্মকে এর চুম্বকত্ব বলে। অন্য কথায় চুম্বকের শক্তিকে চুম্বকত্ব বলে। চুম্বকত্ব না থাকলে সে পদার্থকে চুম্বক হিসেবে গণ্য করা যায় না।
চুম্বকের প্রকারভেদ
চুম্বক প্রধানত দুই প্রকার। যথা :
১. প্রাকৃতিক চুম্বক
২. কৃত্রিম চুম্বক।
কৃত্রিম চুম্বককে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা–
ক. স্থায়ী চুম্বক
খ. অস্থায়ী চুম্বক।
স্থায়ী চুম্বক আবার চার প্রকার। যথা–
i. দণ্ড চুম্বক
ii. অশ্বখুরাকৃতি চুম্বক
iii. শলাকা চুম্বক
iv. রিং চুম্বক।
চুম্বকের ব্যবহার লিখ।
চুম্বকের ব্যবহার হলো:
১. রাডারে, ট্রান্সফর্মারে চুম্বক ব্যবহার করা হয়;
২. দিক নির্ণায়ক কম্পাস তৈরিতে চুম্বক ব্যবহার করা যায়;
৩. বৈদ্যুতিক ঘণ্টায় ও মোটরে ব্যবহার করা হয়;
৪. মাইক্রোফোন ও লাউড স্পীকারে ব্যবহার করা হয়।
আরো পড়ুনঃ-
১। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কাকে বলে?
২। ম্যাক্সওয়েলের তাড়িতচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো।
৩। তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা।
৪। স্থায়ী চুম্বক কাকে বলে? স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য কি?
৫। লেঞ্জের সূত্র কি? What is Lenz law in Bengali/Bangla?
৬। ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র (Faraday’s Law of Electromagnetic Induction)
৭। প্যারা-ম্যাগনেটিক, ডায়া-ম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে?
৮। কৃত্রিম চুম্বক (Artificial magnet) কাকে বলে? প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য কি?
৯। চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য কি?
১০। চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি কি?
১১। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে?