গ্রাফাইট কি? গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন?

গ্রাফাইট কি? (What is Graphite in Bengali Bangla?)

গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি রূপভেদ। এতে একটি কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সাথে তিনটি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। ফলে কার্বন পরমাণুর যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে যা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। এজন্য তড়িৎদ্বার হিসেবে গ্রাফাইট দণ্ডও ব্যবহার করা হয়।

 

গ্রাফাইটের বৈশিষ্ট্য (Characteristics of Graphite)

  • গ্রাফাইট অধাতু হলেও বিদ্যুৎ পরিবহন করে।
  • উড পেন্সিলের (যেমন: 2B, HB) সীসরূপে ব্যবহৃত হয়।
  • মসৃণকারক হিসেবে ব্যবহৃত হয়।
  • পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাসের জন্য মন্থরক হিসেবে ব্যবহৃত হয়।
  • নরম ও সাবানের মতো পিচ্ছিল হওয়ায় গ্রাফাইট ব্যবহৃত হয়- কলকব্জায় পিচ্ছিলকারক বা লুব্রিকেন্ট হিসেবে।

 

গ্রাফাইটের ধর্ম ও ব্যবহার (Properties and uses of Graphite)

গ্রাফাইট গাঢ় ধূসর রঙের কঠিন পদার্থ। এটি নরম ও পিচ্ছিল। এ পিচ্ছিলতার জন্য এবং এর গলনাঙ্ক উচ্চ বলে চূর্ণকরণ যন্ত্রপাতিতে ঘর্ষণ রোধের জন্য গ্রাফাইটকে কঠিন মসৃণ হিসেবে ব্যবহার করা হয়। কাগজের উপর একে ঘষলে কালো দাগ পড়ে। এ কারণে কাঠ পেন্সিলের সীস হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হয়। বিদ্যুৎ পরিবাহী বলে অনেক বৈদ্যুতিক যন্ত্রে এর ব্যবহার আছে। যেমন বৈদ্যুতিক চুল্লিতে, ল্যাকলেন্স সেল ও ড্রাই সেলে ইলেকট্রোডরূপে। এছাড়া বিভিন্ন গলিত লবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে গ্রাফাইট ব্যবহৃত হয়, বিশেষত যখন ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। কেননা ক্লোরিন বিভিন্ন ধাতুকে আক্রমণ করে, কিন্তু গ্রাফাইটকে করে না। এছাড়া পারমাণবিক চুল্লিতে মন্থরক হিসেবে গ্রাফাইট ব্যবহৃত হয়।

গ্রাফাইট রাসায়নিকভাবে মোটামুটি নিষ্ক্রিয়। উচ্চ তাপমাত্রায় (600-700°C) উত্তপ্ত করলে এটি বাতাসে বা অক্সিজেনে জ্বলে।

 

Tags :

  • গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন?
  • গ্রাফাইটের সংকেত কি?
  • গ্রাফাইটের গলনাঙ্ক কত?
  • হীরক ও গ্রাফাইট এর পার্থক্য কি?
  • গ্রাফাইট কি তাপের সুপরিবাহী?
  • গ্রাফাইট কি বিদ্যুৎ পরিবাহী?
  • গ্রাফাইট কি ধাতু না অধাতু?
  • গ্রাফাইট কি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়?
  • গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে কেন?
  • গ্রাফাইট কি কি কাজে ব্যবহৃত হয়?
  • গ্রাফাইট এর বৈশিষ্ট্য
  • গ্রাফাইট কোথায় পাওয়া যায়
  • গ্রাফাইট কি বিদ্যুৎ পরিবাহী?
  • গ্রাফাইট উৎপন্ন হয় কি থেকে?
  • গ্রাফাইট এর চিত্র
  • গ্রাফাইট এর ব্যবহার কি?
  • গ্রাফাইট কেন অধাতু?
  • বহুরূপতা বলতে কী বোঝো?
  • নিচের কোনটি কার্বনের বহুরুপ?