যে সকল পলিমার প্রকৃতিতে পাওয়া যায় না, কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়, সে সকল পলিমারকে কৃত্রিম পলিমার বলে। যেমন: মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট, পিভিসি, পলিথিনের ব্যাগ ইত্যাদি।
কৃত্রিম পলিমারের ব্যবহার
- পলিথিন : বিভিন্ন ধরনের মোড়ক তৈরিতে ব্যবহৃত হয়। তাছাড়া মগ, বালতি, বিভিন্ন ধরনের বোতল, টেবিল, ক্লথ, গামলা, পানির ট্যাংক, ইনস্যুলেট, খেলনা ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
- পলিভিনাইল ক্লোরাইড : পানির পাইপ, মেঝের কার্পেট তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া প্লাস্টিক সিরিঞ্জ, গ্রামোফোন রেকর্ড, রেইনকোট, খেলনা ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
- পলিপ্রোপিন : গার্মেন্টস সুতা, পাইপ, খেলনা, ইলেকট্রনিক যন্ত্র, কার্পেট, দড়ি, ডাক্তারি যন্ত্রপাতিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।
- পলিস্টাইরিন : প্রসাধন সামগ্রীর বোতল, প্লাস্টিক কাপ, ফোমের সামগ্রী, টেলিভিশন কেবিনেট ও প্যাকেজিং উপাদান, শিশুদের খেলনা তৈরিতে ব্যবহৃত হয়।
Tags :
- কৃত্রিম পলিমার কোনটি?;
- কৃত্রিম পলিমার কাকে বলে?;
- কৃত্রিম পলিমার ব্যবহারের সুবিধা ও অসুবিধা;