কৃত্রিম চুম্বক কাকে বলে? প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য কি?

 

কৃত্রিম চুম্বক কি বা কাকে বলে? (What is an Artificial magnet in Bengali/Bangla?)

যেসব চুম্বক পরীক্ষাগারে বিশেষ উপায়ে তৈরি করা হয় তাদের কৃত্রিম চুম্বক বলে। যেমন- লোহা, ইস্পাত, নিকেল ইত্যাদি চৌম্বক পদার্থকে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায়। কৃত্রিম চুম্বক সুনির্দিষ্ট আকারের হয়ে থাকে। শিল্প ও বৈজ্ঞানিক কাজে এগুলো ব্যবহার করা হয়। কৃত্রিম চুম্বকের চেয়ে এর চুম্বকত্ব বেশি হয়ে থাকে।

 

কৃত্রিম চুম্বক কত প্রকার ও কি কি?

কৃত্রিম চুম্বক দুই প্রকার। যথা: ক. স্থায়ী চুম্বক; খ. অস্থায়ী চুম্বক।

 

কৃত্রিম চুম্বক ব্যবহারের সুবিধাগুলো কী কী?

কৃত্রিম চুম্বকের ব্যবহারিক সুবিধাসমূহ হলো–

১. এই চুম্বককে প্রয়োজন অনুযায়ী আকার ও আকৃতি প্রদান করা যায়।

২. এই চুম্বককে প্রয়োজনমতো শক্তিশালী করা যায়।

৩. এটি সহজে বহন করা যায়।

৪. ইচ্ছামতো চুম্বকে পরিণত করা যায় বলে শিল্প ও কারখানায় এর ব্যবহার বেশি।

৫. এই চুম্বক প্রয়োজনমতো সুলভে ব্যবহার করা যায়।

 

প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য কি? (What is the difference between natural and artificial magnet?)

প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যের পার্থক্য নিচে দেওয়া হলো–

প্রাকৃতিক চুম্বক

যে চুম্বক প্রকৃতিতে অর্থাৎ পাহাড়, পর্বত ও খনি ইত্যাদিতে পাওয়া যায়, তাকে প্রাকৃতিক চুম্বক বলে।

প্রাকৃতিক চুম্বকের আকর্ষণী ও দিকদর্শী গুণ খুব কম।

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এ চুম্বকের ব্যবহার তেমন নেই বললেই চলে।

প্রাকৃতিক চুম্বকের কোন প্রকারভেদ নেই।

কৃত্রিম চুম্বক

পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে যে চুম্বক তৈরি করা হয়, তাকে কৃত্রিম চুম্বক বলে।

কৃত্রিম চুম্বকের শক্তি বেশি।

শিল্পক্ষেত্রে ও বৈজ্ঞানিক কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

কৃত্রিম চুম্বককে দুই ভাগে ভাগ করা যায়। যথা- স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক।

 

 

আরো পড়ুনঃ-

 

১। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কাকে বলে?

 

২। ম্যাক্সওয়েলের তাড়িতচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো।

 

৩। তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা।

 

৪। স্থায়ী চুম্বক কাকে বলে? স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য কি?

 

৫। লেঞ্জের সূত্র কি? What is Lenz law in Bengali/Bangla?

 

৬। চুম্বক কি? চুম্বকের ধর্ম, শ্রেণিবিভাগ এবং প্রয়োগ। (Magnet in Bengali)

 

৭। প্যারা-ম্যাগনেটিক, ডায়া-ম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে?

 

৮। ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র (Faraday’s Law of Electromagnetic Induction)

 

৯। চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য কি?

 

১০। চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি কি?

 

১১। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে?