আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি কি?

আদর্শ গ্যাস কাকে বলে? (What is called Idea Gas in Bengali/Bangla?)

যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগেড্রোর সূত্র ইত্যাদি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস (Ideal gas) বলে। বাস্তবে কোনো আদর্শ গ্যাস নেই অর্থাৎ কোনো গ্যাসই যথাযথভাবে গ্যাসের সূত্রসমূহ মেনে চলে না। এটি একটি কাল্পনিক ধারণা মাত্র। আদর্শ গ্যাসের নির্ণায়কসমূহ হচ্ছে–

(i) আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে PV = nRT সূত্র মেনে চলবে।

(ii) স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসসমূহের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না।

 

আদর্শ গ্যাস কত প্রকার ও কি কি?

আদর্শ গ্যাস মূলত ৩ প্রকার:

  • সাধারণ বা ম্যাক্সওয়েল-বোল্‌ৎজ়ম্যান আদর্শ গ্যাস
  • আদর্শ কোয়ান্টাম বোস গ্যাস, যা বোসন কণা দ্বারা গঠিত; এবং
  • আদর্শ কোয়ান্টাম ফার্মি গ্যাস, যা ফার্মিয়ন দিয়ে গঠিত।

সাধারণ আদর্শ গ্যাসকে দুই ভাগে ভাগ করা যায়: সাধারণ তাপগতীয় আদর্শ গ্যাস আর আদর্শ কোয়ান্টাম বোল্‌ৎজ়ম্যান গ্যাস। দুটো গ্যাস মোটামুটি একইরকম, শুধু সাধারণ তাপগতীয় আদর্শ গ্যাস সংখ্যাতত্ত্বীয় বলবিদ্যার ভিত্তিতে প্রতিষ্ঠিত, আর এনট্রপির মতো রাশিগুলিকে ধ্রুবক হিসেবে রাখা হয়েছে। কোয়ান্টাম বোস গ্যাস ও কোয়ান্টাম ফার্মি গ্যাসে উচ্চ তাপমাত্রাতেও এই ধ্রুবক নির্ধারণ করা যায়, কিন্তু আদর্শ কোয়ান্টাম বোল্‌ৎজ়ম্যান গ্যাসে তা সীমিত উষ্ণতায় সম্ভব হয়। এই ধ্রুবক বাদ দিলে আদর্শ তাপগতীয় গ্যাস ও কোয়ান্টাম বোল্‌ৎজ়ম্যান গ্যাসের ধর্ম প্রায় সমান। কোয়ান্টাম বোল্‌ৎজ়ম্যান গ্যাস থেকে প্রাপ্ত ফল সাঁকুর-টেট্রোড সমীকরণে আদর্শ গ্যাসের এনট্রপির জন্য, আর সাহা আয়নীকরণ সমীকরণে দুর্বলভাবে আয়নিত প্লাজমার জন্য ব্যবহৃত হয়।

 

Tags :

  • আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য
  • বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে
  • একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত
  • কোনটি আদর্শ গ্যাস
  • Pv ধ্রুবক সমীকরণটি নিচের কোন প্রক্রিয়াকে সমর্থন করে
  • আদর্শ গ্যাস ধ্রুবক কাকে বলে
  • আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সূত্র
  • গ্যাসের সূত্র সমূহ
  • আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ
  • অক্সিজেন গ্যাসের প্রতিটি অনুর গড় গতিশক্তি কত
  • স্থির চাপে গ্যাসের গতিবেগ ঘনত্বের