মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার-আচরণ ও স্বভাব-চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাক আরবি শব্দ ‘খুলুকুন’ এর বহুবচন। যার অর্থ চরিত্র বা স্বভাব। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকই আখলাকের অন্তর্ভুক্ত।
আখলাক কয় প্রকার ও কি কি?
আখলাক দুই প্রকার।
১. আখলাকে হামিদাহ্
মানবজীবনের উত্তম গুণাবলিকে আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় চরিত্র বলে। যেমন— ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি। এ সকল চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে নন্দিত ও সম্মানিত।
২. আখলাকে যামিমাহ্
মানবজীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে যামিমাহ বা নিন্দনীয় চরিত্র বলে। যেমন- অহংকার, ঘৃণা, মিথ্যাচার, সুদ, ঘুষ, অশ্লীলতা প্রভৃতি। এ সকল চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে ঘৃণিত ও নিন্দিত।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। প্রচলিত অর্থে আখলাক বলতে কী বোঝায়?
ক) সচ্চরিত্র
খ) দুশ্চরিত্র
গ) চরিত্র
ঘ) স্বভাব
সঠিক উত্তর : ক
২। আখলাক কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর : ক
৩। মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপকে কী বলা হয়?
ক) আখলাক
খ) আখলাকে হামিদাহ
গ) আখলাকে যামিমাহ
ঘ) আত্মশুদ্ধি
সঠিক উত্তর : ক
৪। মানবীয় মৌলিক গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ কোনটি?
ক) সোনা-রূপা
খ) টাকা-পয়সা
গ) হিরা-পান্না
ঘ) উত্তম চরিত্র
সঠিক উত্তর : ঘ
Tags :
- আখলাক এর গুরুত্ব
- চরিত্র কাকে বলে
- নবীজীর আখলাক
- আখলাকের পরিচয়
- ইসলামে আখলাকের গুরুত্ব
- আখলাকে হামিদার গুরুত্ব
- আখলাক বলতে কী বুঝায়?
- আখলাক কাকে বলে কত প্রকার ও কি কি?
- আখলাকে হামিদা কেন প্রয়োজন?
- আখলাক সম্পর্কে হাদিস
- আখলাক pdf
- আখলাকে হাসানাহ অর্থ কি
- আখলাক শব্দের বহুবচন কি
- আখলাক সম্পর্কে কোরআনের আয়াত
- আখলাকে হাসানা
- আখলাক কয় প্রকার