অণু কাকে বলে? অণু কয় প্রকার ও কি কি? অণু কিভাবে গঠিত হয়?

মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ঐ পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে অণু বলে।

অণু দুই প্রকার। যথা : ১. মৌলিক অণু ও ২. যৌগিক অণু।

একই মৌলের দুটি বা তার বেশি পরমাণু একসাথে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে মৌলিক বা মৌল অণু বলে। যেমন : H2, O2 ইত্যাদি।

ভিন্ন রকম বা ভিন্নধর্মী মৌলের দুটি বা তার বেশি পরমাণু একসাথে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে যৌগিক বা যৌগ অণু বলে। যেমন : NaCl, H2O ইত্যাদি।

 

অণুর গঠন

একই মৌলের একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠন করে। যেমনঃ কার্বন ডাইঅক্সাইড (CO₂) অণুতে একটি কার্বন পরমাণু, দুইটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অণু গঠন করে।

আবার, একটি নাইট্রোজেন পরমাণু তিনটি হাইড্রোজেন পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়া অণু (NH₃) গঠিত হয়।

আবার, অক্সিজেনের দুটি পরমাণু দ্বি-বন্ধন দ্বারা যুক্ত হয়ে অক্সিজেন অণু (O₂) গঠন করে।

অর্থাৎ মৌলের পরমাণুসমূহ রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠিত হয়।